X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতীয় গণমাধ্যমে দিল্লিতে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধনের খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৭

প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় (পিসিআই) ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। দেশটির অধিকাংশ জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালে খবরটি গুরুত্ব পেয়েছে।

বিশিষ্ট সাংবাদিক ও ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ গত ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন। বাসসের খবরে বলা হয়েছে, ভারতের রাষ্ট্র পরিচালিত টিভি চ্যানেল ‘দূরদর্শন’, অল ইন্ডিয়া রেডিও, রিপাবলিক টিভি এবং বেসরকারি এএনআই ক্লাব থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। বাংলাদেশের বাইরে এ ধরনের ঘটনা এই প্রথম।

জনপ্রিয় এনডিটিভি এই উদ্বোধনী অনুষ্ঠানের ওপর একটি বিশেষ প্রতিবেদনও সম্প্রচার করেছে। পাশাপাশি টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, হিন্দু, পিটিআই, মিলেনিয়াম পোস্ট ও আনন্দবাজার পত্রিকা বিশেষ গুরুত্ব দিয়ে অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে।

দিল্লি ও ভারতের অন্যান্য রাজ্যের বিভিন্ন অনলাইন পোর্টালগুলো এই উদ্বোধনী অনুষ্ঠানটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি হিন্দি ও উর্দু ভাষার পত্রিকাগুলোও এই অনুষ্ঠানের উপর প্রতিবেদন প্রকাশ করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের সহায়তায় পিসিআই-এ এই মিডিয়া সেন্টারটি স্থাপিত হয়েছে। এতে আধুনিক ডিজিটাল সুবিধা রয়েছে।

পিসিআই’র সাবেক সভাপতি গৌতম লাহিড়ী বলেন, ‘বঙ্গবন্ধু দুঃস্থ মানবতার জন্য তাঁর সংগ্রামের কারণে বাংলাদেশ ও ভারত উভয় দেশেই সমানভাবে জনপ্রিয়। আর তাই বঙ্গবন্ধুর নামে এই মিডিয়া সেন্টারটি উদ্বোধন হওয়ায় অনুষ্ঠানটি গণমাধ্যমের মনযোগ আকর্ষণ করেছে।’

তিনি আরও বলেন, পাশাপাশি এই মহামারির সময়ে বাংলাদেশের একজন সিনিয়র মন্ত্রীর এই সফরটিও ভারতীয় গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। তাছাড়া ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের পর এই প্রথম বাংলাদেশের কোন উচ্চ-পর্যায়ের মন্ত্রীর অংশগ্রহণে এখানে একটি অনুষ্ঠান হয়েছে।

‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ এর উদ্বোধন ছাড়াও হাছান মাহমুদের সঙ্গে ভারতের তথ্যমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ও ইন্ডিয়ান মিনিস্টার ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স ড. এস. জয়শংকরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ইন্ডিয়ান মিনিস্টার অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসচিব হাছান মাহমুদ তিন দিনের সফরে গত ৫ সেপ্টেম্বর ভারতে পৌঁছান। পরের দিন তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু করেন। 

এছাড়াও তথ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন। ‘বাংলাদেশ ওয়ার কমেন্ট্রি’ নামে বাংলাদেশর মুক্তিযুদ্ধের উপর বইটি লিখেছেন ইউ এল বড়ুয়া। এর পাশাপাশি তিনি রাষ্ট্র পরিচালিত টিভি ‘দূরদর্শনে’ একটি সাক্ষাৎকার প্রদান করেন।

/ইউএস/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়