X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পুনরাভিষেকে রোনালদোর জোড়া গোল

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ২২:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০

২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বলা যায় এই ক্লাবেই খেলেই বড় তারকা হয়েছেন তিনি। মাঝে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলে আবারও চিরচেনা ম্যানইউতে-ই ফিরেছেন। আর ফিরেই আলো ছড়ালেন। ঘরে ফিরে প্রথম ম্যাচেই ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড পেলেন জোড়া গোল। তাতেই ম্যানইউ ৪-১ গোলে হারিয়ে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। অন্য দুটি গোল ব্রুনো ফার্নান্দেজ ও লিংগার্ডের। শনিবার অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি বার্নার্ডো সিলভার গোলে হারিয়েছে লেস্টার সিটিকে।

ম্যানচেস্টার ইউনাইটেড ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। ম্যানচেস্টার সিটি ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। নিউক্যাসল সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে আছে। লেস্টার সিটি চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে।

ওল্ড ট্রাফোর্ডে নতুন করে ফেরার ম্যাচে নিজের জাত চেনাতে ভুল করেননি রোনালদো। নিজেদের মাঠে গ্যালারি ভর্তি দর্শকের সামনে ছিলেন দুর্বার। বল দখলে এগিয়ে থেকে ম্যানইউ আক্রমণও করেছে একাধিক। কিন্তু উলে গানার সুলশারের দলকে প্রথম গোল পেতে অনেক সময় লেগেছে।

ম্যাচের ১৯ মিনিটে শো’র কর্নারে ভারানের হেড লক্ষ্যে যায়নি। ৩০ মিনিটে সানচো সুযোগ পেয়েও গোল করতে পারেননি। প্রথমার্ধের যোগ করা সময়ে ডেডলক ভাঙেন রোনালদো।

বক্সের বাইরে থেকে গ্রিনউডের শট গোলকিপার ঠিকমতো প্রতিহত করতে পারেননি। ফিরতি বলে সামনে থেকে রোনালদো আলতো টোকায় লক্ষ্যভেদ করেন অনায়াসে।

বিরতির পর অবশ্য পাল্টাপাল্টি আক্রমণ হয়েছে। নিউক্যাসল রক্ষণ সামলে ফাঁকে ফাঁকে প্রতি আক্রমণ উঠে গোল করার চেষ্টা করে যাচ্ছিল। ৫৫ মিনিটে সফলও হয়েছে। সেন্ট ম্যাক্সমিনের পাসে আড়াআড়ি শটে গোল করেন জাবি ম্যানকুইলো।

ম্যানইউ তখনও দমে যায়নি। রোনালদো ছিলেন আবারও সুযোগের অপেক্ষায়। ৬২ মিনিটে লুকা শয়ের পাস থেকে বক্সে ঢুকে বা পায়ের জোরালো শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড।

৬৭ মিনিটে জোয়েলিনটনের জোরালো শট গোলকিপার ডেভিড ডি গিয়া প্রতিহত করে নিউক্যাসলকে ম্যাচে সমতায় ফিরতে দেননি।

৮০ মিনিটে তৃতীয় গোল পায় ম্যানইউ। ব্রুনো ফার্নান্দেজ বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান। যোগ করা সময়ে লিংগার্ড চতুর্থ গোলটি করে নিউক্যাসলকে বড় ব্যবধানে হারাতে সাহায্য করেন। ম্যানইউতে ফেরার ম্যাচটি তাই রোনালদোর জন্য স্মরণীয় হয়ে থাকলো।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
রোনালদোর ৫০তম গোলে জয়ে ফিরলো আল নাসর
টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে আল নাসর
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়