X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সোনারগাঁয়ে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া। এতে আর কোনও প্রার্থী না থাকায় ভোট ছাড়াই জয়লাভ করছেন তিনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইসহ সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, দিপক বণিক, এএইচ এম মাসুদ দুলাল প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হোসেন বলেন, ‘মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেয়নি। তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে যদি সঠিক ও বৈধ হয় তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষণা করা হবে।’

সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বচানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন জমা

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। সামনে আওয়ামী লীগের কঠিন পরীক্ষার সময়। শকুন আকাশে উড়ছে। এ শকুন স্বাধীনতাবিরোধীরা। যারা  ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়। এখনও স্বাধীনতাবিরোধীরা আওয়ামী লীগকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আওয়ামী লীগকে শক্তিশালী  করতে হলে ঐক্যের বিকল্প নেই।’

শামীম ওসমান আরও বলেন, ‘আজ থেকে সোনারগাঁয়ে আওয়ামী লীগ হবে এক পরিবারের। যেখান থেকে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেবে। সারা বাংলাদেশের যেকোনও স্থানে ত্যাগী নেতাকর্মীরা যখন মূল্যায়িত হয়, তখন সবাই খুশি হন। ত্যাগী নেতা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে মূল্যায়ন করায় সবার পক্ষ থেকে জাতির জনকের কন্যার (শেখ হাসিনা) প্রতি কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন চলতি বছরের ২২ জুলাই মারা যান। যে কারণে নির্বাচন কমিশন এই আসনটি শূন্য ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনদের সুপারিশ পর্যালোচনায় রিটার্নিং কর্মকর্তারা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে