X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

যশোর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৮

যশোরের অভয়নগর উপজেলায় বোমার বিস্ফোরণে মো. শপ্পা (৩৬) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার এলাকায় নিজের ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে তিনি আহত হন।

তার একটি হাত, বুক, চোখ, মুখমণ্ডল ও দুই পা মারাত্মক জখম হয়েছে। বিস্ফোরণে ওই ঘরের টিনের চালা উড়ে যায় এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়। আহতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। পুলিশ এসে ঘটনাস্থল সেখান থেকে পাঁচটি রামদা উদ্ধার করেছে। মো. শপ্পা উপজেলার রাজঘাট গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বোমা তৈরি করছিলেন তিনি। সাড়ে ১২টার দিকে তার হাতেই বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত শপ্পাকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সাদিয়া জাহান বলেন, ‘বোমার আঘাতে তার চোখ-মুখমণ্ডলসহ শরীরের সামনের পুরো অংশ ক্ষত-বিক্ষত হয়েছে। চোখের ভেতর বোমার স্প্লিন্টারের আঘাত লেগেছে। তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হতে পারে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ওই ঘরের চৌকির নিচ থেকে পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ