X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

শ্রীলঙ্কাকে উড়িয়ে হোয়াইটওয়াশ পর্ব সারলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১

২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছিল আগেই। উপলক্ষ ছিল হোয়াইওয়াশের আনন্দে সিরিজ শেষ করার। দক্ষিণ আফ্রিকা সেই কাজটি করলো হেসেখেলে, শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে। আক্ষরিক অর্থেই উড়ে গেছে লঙ্কানরা। তাদের লড়াই করার সামান্য সুযোগটুকুও দেয়নি ‍প্রোটিয়ারা। কলম্বোর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ১০ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করার সঙ্গে লঙ্কানদের হোয়াইটওয়াশের পর্বটাও সেরেছে সফরকারীরা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কাকে পাত্তা দেয়নি প্রোটিয়াস। শেষ ম্যাচেও একই হাল। মঙ্গলবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রান করে স্বাগতিকরা। সহজ এই লক্ষ্য কোনও উইকেট না হারিয়ে ৩২ বল আগেই টপকে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে দুর্দান্ত এক সিরিজের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে পারবে প্রোটিয়ারা।

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার এটাই শেষ সিরিজ। শ্রীলঙ্কারও তাই। প্রোটিয়ারা সংযুক্ত আরব আমিরাতে সরাসরি সুপার-১২তে অংশ নিলেও শ্রীলঙ্কাকে খেলতে হবে প্রথম রাউন্ড। সেই বাধা পার হলেই মিলবে দ্বিতীয় রাউন্ড বা সুপার-১২’র টিকিট। কিন্তু ঘরের মাঠে যেভাবে ধবলধোলাই হলো, তাতে দুশ্চিন্তার কালো মেঘ জমাট বেঁধেছে শ্রীলঙ্কার আকাশে!

প্রথম টি-টোয়েন্টিতে খানিকটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয় ম্যাচে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। মাত্র ১০৩ রানে অলআউট হয়ে হারে ৯ উইকেটে। মঙ্গলবার শেষ ম্যাচে রান কিছুটা বাড়লেও হারের ব্যবধানটা আরও বড়। নিজেরা ১২০ রান করার পর সফরকারী কোনও ব্যাটসম্যানকে আউট করতে পারেনি। জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকস। দুজনই পেয়েছেন হাফসেঞ্চুরি। ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার জেতা ডি কক ৪৬ বলে ৭ বাউন্ডারিতে অপরাজিত ছিলেন ৫৯ রানে। আর হেনড্রিকস ৪২ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন হার না মানা ৫৬ রানের ইনিংস।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে শ্রীলঙ্কা। ২৮ রান তুলতে হারায় তিন ব্যাটসম্যান- অভিষ্কা ফার্নান্ডো (১২), ধনাঞ্জয়া ডি সিলভা (১) ও ভানুকা রাজাপাকশেকে (৫)। ওই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন কুশল পেরেরা ও কামিন্দু মেন্ডিস। কিন্তু মেন্ডিস বিদায় নেন ১০ রানে। পথ দেখানো কুশল পেরেরা ফাঁদে পড়েন এলবিডব্লিউয়ের। দলীয় সর্বোচ্চ ৩৯ রান আসে তার ব্যাট থেকে। ৩৩ বলের ইনিংসটি সাজান ৩ বাউন্ডারিতে। অধিনায়ক দাসুন শানাকা করেন ১৮ রান। আর শেষ দিকে চামিকা করুণারত্নে ১৯ বলে অপরাজিত থাকেন ২৪ রানে।

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার বিয়র্ন ফরচুন। বাঁহাতি স্পিনার ৪ ওভারে ২১ রানে নেন ২ উইকেট। ‍টপ অর্ডারে চিড় ধরানো কাগিসো রাবাদা ৩ ওভারে ২৩ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২০/৮ (কুশল পেরেরা ৩৯, চামিকা ২৪, শানাকা ১৮, অভিষ্কা ১২; ফরচুন ২/২১, রাবাদা ২/২৩)।

দক্ষিণ আফ্রিকা: ১৪.৪ ওভারে ১২১/০ (ডি কক ৫৯*, হেনড্রিকস ৫৬*; চামিরা ০/৯, চামিকা ০/১৩)।

ফল: দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচের সিরিজ দক্ষিণ আফ্রিকা ৩-০তে জয়ী।

ম্যাচসেরা: কুইন্টন ডি কক।

সিরিজসেরা: কুইন্টন ডি কক।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে