X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তবু পান্তই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩

কাঁধের চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবু দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকছেন ঋষভ পান্ত। করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া আইপিএলের প্রথম পর্বে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেটকিপার। আইয়ার ফিরলেও সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় পর্বেও অধিনায়কত্ব থাকছে পান্তের কাঁধে। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত মার্চে ভারতের হয়ে খেলার সময় কাঁধ সরে যায় আইয়ারের। ফলে ২০২১ সালের আইপিএলের পুরোটাই শেষ হয়ে যায় তার। কিন্তু করোনার কারণে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা স্থগিত হওয়ায় কপাল খুলে গেছে এই ব্যাটসম্যানের। সংযুক্ত আরব আমিরাতের পর্ব দিয়ে ফিরতে পারছেন তিনি। আইয়ারই ছিলেন দিল্লির নিয়মিত অধিনায়ক। তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক পান্তকে দেওয়া হয় নেতৃত্বের দায়িত্ব। এখন যখন আইয়ার ফিরেছেন দলে, তারপরও দিল্লির টিম ম্যানেজমেন্ট এই উইকেটকিপারের ওপর আস্থা রাখছে।

নেতৃত্বের কোনও প্রকার অভিজ্ঞতা না থাকা পান্ত চমক দেখিয়েছেন ভারত পর্বে। করোনায় আইপিএল বন্ধ হওয়ার আগে তার অধিনায়কত্বে শীর্ষ ছিল দিল্লি। ফলে আবর আমিরাত পর্ব তারা শুরু করতে যাচ্ছে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে। আট ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট তাদের।

আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়কের মধ্যে পান্ত পঞ্চম নম্বরে। এই তালিকায় তার ওপরে রয়েছেন বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, সুরেশ রায়না ও আইয়ার।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা