X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে, প্রশ্ন রমিজ রাজার

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য এ এক আনন্দময় উপলক্ষ। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু আজ (শুক্রবার) প্রথম ওয়ানডে শুরুর আগমুহূর্তে সফরই স্থগিত করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট (এনডেজসি)। ‘একপক্ষীয় সিদ্ধান্তে’ তারা সিরিজের ইতি টেনে দেওয়ায় হতাশ-ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা। নিউজিল্যান্ড নিরাপত্তা হুমকির কথা বললেও সেই হুমকি আসলে কী, সেটা স্পষ্ট করে না বলায় রমিজের হতাশা আরও বেশি।

রাওয়ালপিন্ডির প্রথম ওয়ানডে শুরুর আগে নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে সফর বাতিলের ঘোষণা দেয়। তাদের এই ঘোষণায় আকাশ ভেঙে পড়ে পিসিবির ওপর। অনেক কাঠখড় পুড়িয়ে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পর নতুন করে কিউইদের এই সিদ্ধান্তে আবার ওলটপালট হয়ে গেলো সবকিছু। পিসিবি অনেক বোঝানোর চেষ্টা করেও সিরিজটি এগিয়ে নিতে পারেনি। কিন্তু আসলে কী হুমকিতে এত বড় সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড, সেটা জানাতে পারেনি পিসিবি। সেই কারণেই রমিজের প্রশ্ন, নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে?

দিনকয়েক আগে তিন বছরের জন্য পিসিবির চেয়ারম্যানের পদে বসা রমিজের এটা ছিল দায়িত্ব পাওয়ার পর প্রথম সিরিজ। শুরুটা মোটেও এরকম চাননি তিনি। স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডের সিদ্ধান্তে হতাশ সাবেক এই অধিনায়ক। টুইটারে লিখেছেন, ‘পাগলাটে একটা দিন! আমাদের খেলোয়াড় ও ভক্তদের জন্য সত্যি খুব খারাপ লাগছে। নিরাপত্তা হুমকিতে একপক্ষীয় সিদ্ধান্ত নিয়ে সিরিজ থেকে এভাবে সরে দাঁড়ানো খুবই হতাশাজনক। বিশেষ করে যখন কোনও কিছুই না জানিয়ে করা হলো। নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে?’

শুধু হতাশা কিংবা প্রশ্ন নয়, নিউজিল্যান্ডকে একরকম হুমকিও দিয়ে রেখেছেন পিসিবি চেয়ারম্যান। আইসিসিতে কিউইদের বিরুদ্ধে অভিযোগ করার ইঙ্গিত রমিজের, ‘আইসিসিতে নিউজিল্যান্ড আমাদের জাবাব পাবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন