X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৮৫ হাজার কারাবন্দিকে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু

আমানুর রহমান রনি
১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৮

এখন দেশের ৬৮টি কারাগারের প্রায় ৮৫ হাজার বন্দিকে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদের মধ্যে প্রথমে টিকা পাবেন সাজাপ্রাপ্ত বন্দিরা। পর্যায়ক্রমে বাকিদেরও দেওয়া হবে।

কারাবন্দিদের করোনার টিকা দেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই টিকা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করছে কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, ‘অধিদফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েদিদের টিকা দেওয়ার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিয়েছিলাম। এটি যাতে দ্রুত প্রক্রিয়া করা হয়, সেজন্য অনুরোধ করে যাচ্ছি। আশা করি দ্রুতই অনুমোদন পাবো।’

তিনি আরও বলেন, ‘করোনার বিস্তার রোধে আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। অনেক সাজাপ্রাপ্ত বন্দি ও কয়েদিকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের উদ্যোগে টিকা দেওয়া হয়েছে। টিকার কার্যক্রম বাস্তবায়নে আমাদের সব প্রস্তুতি রয়েছে।’

দেশে করোনাভাইরাসের বিস্তার শুরুর পর থেকেই কারাগারগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছিল। কারণ প্রত্যেক কারাগারেই ধারণক্ষমতার বেশি বন্দি। এতে সংক্রমণ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

এই প্রেক্ষাপটে দেশের ৬৮টি কারাগারকে ঝুঁকিমুক্ত রাখতে আইসোলেশন সেন্টার স্থাপনের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থাও নেয় কারা অধিদফতর। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দেশে জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরুর পর কারাবন্দিদের সুরক্ষার কথা চিন্তা করে অধিদফতর থেকে বন্দিদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

বর্তমানে দেশের সকল কারাগারে প্রায় ৮৫ হাজার বন্দি রয়েছে। এদের মধ্যে ১৫ হাজার সাজাপ্রাপ্ত বন্দি। তবে কারাগারগুলোর ধারণক্ষমতা ৩০ হাজারের কিছু বেশি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘কারাগারে যাতে করোনার সংক্রমণ না হয়, সেজন্য কারা অধিদফতরের নির্দেশে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

অন্যদিকে, হাজতিদের কারাগারে আসা-যাওয়া থাকে বলে ঝুঁকি থেকেই যায়। এজন্য অন্তত কয়েদিদের আগে টিকা দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

/এফএ/আপ-এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে চলন্ত ট্রেনে আগুন
গরমে চলন্ত ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!