X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

তিন প্রকৌশলী ও তাদের স্ত্রীদের সম্পদের হিসাব দাখিলের নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৮

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন-২ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তিন প্রকৌশলী এবং তাদের স্ত্রীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তারা হলেন— বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদুল ইসলাম, সিভিল এভিয়েশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনূস ভঁইয়া, তার দুই স্ত্রী মরিয়ম নেছা ও মারুফা আক্তার এবং এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান সিকদার ও তার স্ত্রী কামরুন নাহার। বুধবার (২২ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, প্রকৌশলী মাকসুদুলকে তার নিজের, স্ত্রীর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী জমা দিতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, সিভিল এভিয়েশন-২ এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনূস ভুইয়া ও তার দুই স্ত্রী মরিয়ম নেছা এবং মারুফা আক্তারের নিজেদের সম্পদ বিবরণী ও তাদের ওপর নির্ভরশীলদের যাবতীয় সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশের দুই প্রকৌশলীর নোটিশগুলো জারি করেন।

এদিকে দুদকের পরিচালক এস এম মাসুদুল হক স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান সিকদার, তার স্ত্রী এবং তাদের ওপর নির্ভরশীলদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ করেছেন।

দুদকের একজন কর্মকর্তা জানান, তাদেরকে  নোটিশপ্রাপ্তির ২১ দিনের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদেরবিবরণী দাখিল করতে ব্যর্থ হলে বা মিথ্যা বিবরণী দাখিল করলে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া প্রতারক চক্রের ৫ সদস্য কারাগারে
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন