X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

একদিনেই হিলি বন্দর দিয়ে এলো ৩৭৬৩ টন চাল

হিলি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫

একদিনেই ভারত থেকে এসেছে তিন হাজার ৭৬৩ টন চাল। প্রথম পর্যায়ে অনুমোদনপ্রাপ্ত আমদানির শেষ দিন শনিবার (২৫ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এসব চাল বাংলাদেশে এসে পৌঁছায়। ৮৯টি ট্রাকে করে এসব চাল আসে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোরোর ভরা মৌসুমে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে বিপাকে পড়েন নিম্নআয়ের মানুষ। চালের দাম সহনশীল রাখতে চালের আমদানি শুল্ক ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ নির্ধারণ করে বেসরকারি পর্যায়ে কয়েক লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। যার মধ্যে হিলির ১৮ জন আমদানিকারক ৬৮ হাজার টন চাল আমদানির অনুমতি পায়। এ পর্যায়ে অনুমোদনপ্রাপ্ত আমদানিকারকদের চাল আমদানির জন্য সরকারের পক্ষ থেকে সর্বশেষ সময়সীমা ছিল ২৫ সেপ্টেম্বর। সে মোতাবেক আজ শনিবার যাদের চাল আমদানির শেষ দিন ছিল, শুধুমাত্র তাদের চালের ট্রাকগুলো ভারত থেকে আসে। এ সময় অন্য পণ্য রফতানিও কিছুটা কমিয়ে দেওয়া হয়।  তবে পরে যারা চাল আমদানির অনুমতি পেয়েছেন, তাদের এখনও ১৪ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারিত আছে। সে কারণে তারা এখনও বন্দর দিয়ে চাল আমদানি করতে পারবেন।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর দিয়ে গত কয়েকদিন ধরেই পূর্বের তুলনায় চালের আমদানি খানিকটা বেড়েছে। প্রথম দিকে ৫-১০ ট্রাক চাল আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ২৫-৩০ ট্রাকে দাঁড়িয়েছিল। তবে বন্দর দিয়ে চাল আমদানি শুরুর পর থেকে আজকে সর্বোচ্চ সংখ্যক চাল আমদানি হয়েছে। আজ ৮৯ ট্রাকে সর্বমোট তিন হাজার ৭৬৩ টন চাল এসেছে।’

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
৫০ হাজার টন পেঁয়াজ আসবে ভারত থেকে
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা