X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নতুন কোচের কৌশলে আশাবাদী কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৮

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে অনুশীলন শুরু হয়েছে আগেই। বৃষ্টির কারণে আজ (শনিবার) জামাল ভূঁইয়াদের অনুশীলন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হতে পারেনি। কমলাপুর স্টেডিয়ামে বিকালে ঘাম ঝরিয়েছে সুফিল-জিকোরা। আজও লাল-সবুজ দলের অনুশীলন দেখেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তার সঙ্গে ছিলেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। দলের অনুশীলন দেখে আরও বেশি আশাবাদী হয়ে উঠেছেন এই কর্মকর্তা।

নতুন কোচ অস্কার ব্রুজন আক্রমণাত্মক ফুটবলের দিকে জোর দিচ্ছেন। কোচের এমন কৌশল ইতিবাচক দৃষ্টিতে দেখছেন কাজী নাবিল। অনুশীলনের একফাঁকে সংবাদমাধ্যমকে বাফুফে সহ-সভাপতি বলেছেন, ‘অনুশীলন ভালোই মনে হয়েছে। নতুন কোচের অধীনে অনুশীলন হচ্ছে। কিছু নতুন জিনিস যোগ করা হয়েছে। খেলার টেকনিকে। সবকিছু দেখে আশাপ্রদ মনে হয়েছে।’

আগেই এই কর্মকর্তা জানিয়ে রেখেছেন, সাফে বাংলাদেশকে ফাইনালে দেখতে চান। আজও কাজী নাবিল শোনালেন একই কথা, ‘অনুশীলনে নতুন কিছু দেখতে পাচ্ছি। প্রত্যাশা ভালো। আশা করছি ভালো কিছু হবে। কোচকে নিয়োগ দেওয়া হয়েছে ভালো কিছুর জন্য। তার অনুশীলনে নতুনত্ব আছে। আমরা আাশাবাদী। ফাইনাল খেলতে পারবে দল।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দলের অনুশীলন দেখেছেন কাজী নাবিল। এক প্রশ্নের জবাবে বাফুফের টানা চতুর্থবারের সহ-সভাপতি বলেছেন, ‘আমরা অনুশীলন নিয়ে আলাপ করছিলাম। উনি (কাজী সালাউদ্দিন) বিভিন্ন টেকনিকের কথা বলছিলেন। বিভিন্ন পর্যবেক্ষণ আমার সঙ্গে ভাগাভাগি করছিলেন। অনুশীলনে সেগুলো দেখছিলাম। কথা বলছিলাম। আশা করছি আমরা ভালো জায়গায় যেতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা