X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘উপহার পেতে বাইক জ্বালাইনি, প্রতিবাদের জন্য জ্বালিয়েছি’

আমানুর রহমান রনি
২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫২

‘আমি কারও কাছ থেকে বাইক নেওয়ার জন্য জ্বালাইনি। সিস্টেমের বিরুদ্ধে দায়িত্ববোধ থেকে প্রতিবাদ করেছি। এটা প্রতিবাদ হিসেবেই থাকুক। মানুষ যদি আমার এই প্রতিবাদে একাত্মতা ঘোষণা করে, তাহলেই আমার ভালো লাগবে’- বলছিলেন গত সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা লিংক রোডে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেওয়া রাইড শেয়ার চালক শওকত আলী। অনেকেই তাকে বাইক দিয়ে সহযোগিতা করতে চাওয়ার পর বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে এবিষয়ে তার বক্তব্য জানার চেষ্টা করে বাংলা ট্রিবিউন। আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

শওকত বলেন, ‘আমি আরেকটি বাইক পাওয়ার জন্য বাইক জ্বালাইনি। আমি যদি উপহারের জন্য বাইক জ্বালাইতাম, তাহলে আমার বাইকটি আমি জ্বালাতামই না। আমার এই জিনিস যদি মাথায় থাকতো, তাহলে আমি প্রতিবাদ করতাম না, আমি চলে আসতাম। আমি আমার যাত্রীর জন্য, আমার ক্ষোভ ও দায়িত্ববোধ থেকে প্রতিবাদ করেছি। আমি আমার এই দায়িত্ববোধ ও প্রতিবাদ আমি একটা বাইক নিয়ে হারাতে চাই না।’

যারা বাইক দিতে চেয়েছেন তাদের উদ্দেশে এই যুবক বলেন, ‘যারা আমাকে বাইক দিতে চেয়েছে তাদের ধন্যবাদ জানাই আমি। তাদের তরফ থেকে আমি বাইক পেয়ে গেছি। আমি তাদের বলতে চাই, আপনারা ধরে নিন, আপনাদের গিফট আমি নিয়েছি। কিন্তু বাস্তবে সেটা হাতে নিয়ে আমি জাতির কাছে লজ্জিত ও ছোট হতে চাই না। তাহলে আর এই প্রতিবাদের কোনও অর্থ থাকলো না। কারণ তখন অনেকেই বলবে, আমি নতুন বাইক পাওয়ার জন্য এই কাজ করেছি। আমি আসলে সেজন্য এই প্রতিবাদ করিনি। প্রতিবাদটি জাতির কাছে প্রতিবাদ হিসেবেই থাকুক। আমি কারো বাইক নিতে পারবো না, আমার আত্মসম্মানবোধে বাধা দেয়।’

বর্তমানে সংসার চালানোর সংকট হলেও তিনি এই সংকট উতরে যাবেন উল্লেখ করে বলেন, ‘রিজিকের মালিক আল্লাহ। আমি রাইড শেয়ার করে অস্থায়ী রিজিকের ব্যবস্থা করেছিলাম। এখন আমার অন্য যেকোনও কর্মের ব্যবস্থা করতে হবে। এই দুনিয়ায় কেউ না খেয়ে মরে না।’

মানুষের ভালোবাসা অভিভূত হয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই রাইড শেয়ার চালক বলেন, ‘মানুষ আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছে তা আরও সত্য হবে যদি তারা আমার প্রতিবাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। যে সিস্টেমের কারণে পুলিশ অরাজকতা করতেছে তা পরিবর্তন হওয়া দরকার, যে সিস্টেমে পরে আমরা সাধারণ জনগণ অপদস্থ হচ্ছি, সেই সিস্টেমের পরিবর্তন  হওয়া দরকার। এগুলো নিয়ে সবার কথা বলা উচিৎ তাহলে আমার ভালো লাগবে।’

নিজেকে স্বভাবসুলভ প্রতিবাদী মানুষ হিসেবে উল্লেখ করে শওকত বলেন, ‘আমি প্রতিবাদী মানুষ। আমাকে কেউ দাবাতে পারেনি। আমি বাইক পুড়িয়ে আমার লস দেখছি না। হতে পারে এটা আমার সাময়িক লস। তবে আমি লস দেখছি না।’

আপনার এই প্রতিবাদে কোনও পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই প্রতিবাদ চলতে থাকুক। যাদের জন্য বা বিরুদ্ধে প্রতিবাদ করেছি তাদের এটা অন্তত স্মরণ থাকবে। আমি নিজেও স্বচ্ছ থাকবো, আমি একটা অন্যায়ের স্বচ্ছ প্রতিবাদ করেছি। আমি আশাবাদী আমাদের এই সিস্টেমের পরিবর্তন হবে।’

উল্লেখ, সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাড্ডা লিংক রোডে শওকত বাইক নিয়ে দাঁড়ালে ট্রাফিক পুলিশ গিয়ে তার কাছ থেকে কাগজপত্র নিয়ে যায়। মামলা দেওয়ার উদ্যোগ নেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে পেট্রোল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেন।

/এমআর/
সম্পর্কিত
শ্বশুরবাড়ির সঙ্গে রাগ করে নয়, মোটরবাইক কবর দেওয়া যুবক বিয়েই করেননি
ঈদে কি পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করবে?
মোটরসাইকেল চলাচলের খসড়া নীতিমালার বিরুদ্ধে বাইকাররা
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়