X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

মবিলের ড্রামে ভোজ্যতেল বিক্রি বন্ধ হবে কবে?

শফিকুল ইসলাম
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৫

২০২০ সালের ডিসেম্বরের মধ্যে ড্রামে ভোজ্যতেল বাজারজাত বন্ধ করে ফুডগ্রেড প্যাকে ভিটামিন-এ মিশ্রিত তেল বাজারজাত করতে নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। চলতি বছর মার্চে শিল্প মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কমিটির সুপারিশে বিধি অনুযায়ী ফুডগ্রেড পাত্রে লেবেল ও মালিকের নাম জানিয়ে সব রিফাইনারি প্রতিষ্ঠানকে ভোজ্যতেল বাজারজাত করতে বলা হয়। বিএসটিআইর আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও বলা হয়। তারপরও খোলা তেল বিক্রি হচ্ছে অহরহ।

সূত্র জানিয়েছে, বিশুদ্ধ ভোজ্যতেল নিশ্চিত করা ও দর ঠিক রাখতে নির্দেশনাটি বাস্তবায়ন জরুরি। ওজন নিয়ে প্রতারণা ঠেকাতেও তেল বোতলজাত করা উচিত বলে মনে করেন অনেকে। তাদের মতে, বোতলজাত তেলে যেহেতু উপকরণ লাগানো লেবেল থাকা বাধ্যতামূলক, তাই এর ব্যত্যয় ঘটার আশঙ্কা কম।

ওজনে গরমিল পাওয়া গেলেও দায়ী প্রতিষ্ঠানকে শনাক্ত করা সহজ হবে। আবার বোতলের গায়ে লেখা দামে বিক্রি করা বাধ্যতামূলক বলে ক্রেতাদের প্রতারিত হওয়ার আশঙ্কাও কম থাকবে। এমনটাই মনে করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃপক্ষ।       

শিল্প মন্ত্রণালয়ের এক সমীক্ষায় দেখা গেছে, দেশে ভোজ্যতেল পরিবহনের ড্রামগুলো নোংরা ও অস্বাস্থ্যকর। দেশে প্রতিবছর প্রায় ২০ লাখ টন ভোজ্যতেল বাজারজাত হয়। মাত্র ৩৫ শতাংশ তেল বোতলে থাকে। বাকিটা থাকে রাসায়নিক, মবিল বা অন্যান্য পণ্যের ব্যবহৃত অস্বাস্থ্যকর ড্রামে।

নিয়ম অনুযায়ী ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণও বাধ্যতামূলক। কিন্তু ড্রামে বাজারজাত করা হলে তাতে পরিমিত মাত্রায় ভিটামিন এ থাকে না। তাছাড়া বাজারজাতের সময় রিফাইনারিগুলো ড্রামে কোনও লেবেলও ব্যবহার করে না। এ কারণে অনেক সময় বিএসটিআই ড্রামের মালিককে খুঁজে পায় না।

শিল্প মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিএসটিআই ২০১৮ সাল থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে বোতলজাত তেলের ৫২০টি ও ড্রামজাত তেলের ৩৯৩টি নমুনা পরীক্ষা করেছে। ফলাফলে দেখা গেছে, বোতলজাত তেলের ৮৭ শতাংশে ভিটামিন এ পাওয়া গেছে। অন্যদিকে ভিটামিন এ পাওয়া গেছে ৫২ দশমিক ৬৭ শতাংশ ড্রামে।

ফর্টিফায়েড অব এডিবল অয়েল ইন বাংলাদেশ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় সম্প্রতি অনুষ্ঠিত এক কর্মশালার সুপারিশ অনুযায়ী, ভোজ্যতেল রিফাইনারি, এই সংশ্লিষ্ট সমিতিকে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে ড্রামের ভোজ্যতেল বন্ধ করে ফুডগ্রেড প্যাকে ভিটামিন এ মিশ্রিত তেল বাজারজাত নিশ্চিত করতে বলা হলেও তা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজধানীর কাওরান বাজারের ব্যবসায়ী লাল মিয়া বললেন, ‘আমরা বোতলজাত এবং খোলা ‍দুই ধরনের ভোজ্যতেলই বিক্রি করছি। দাম কিছুটা কম পায় বলে অনেক ক্রেতা খোলাটা কিনতে চান।’

এ প্রসঙ্গে সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিত সাহা জানিয়েছেন, ‘নির্দেশনা সম্পর্কে আমরা অবগত। কোম্পানি থেকে উৎপাদিত শতভাগ ভোজ্যতেল প্যাকেটজাত করে বাজারজাত করার কাজ চলছে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা জানিয়েছেন, ‘বিভিন্ন কারণে হয়তো শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা কার্যকর করা যাচ্ছে না। তবে অচিরেই কার্যকর হবে।’

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানিয়েছেন, ‘সকল প্রকার ভোজ্যতেল প্যাকেটেই বিক্রি করতে হবে। খোলা কোনও ভোজ্যতেল বিক্রি করতে দেওয়া হবে না। এ সংক্রান্ত কমিটি ও প্রকল্প যৌথভাবে একসঙ্গে কাজ করছে। অচিরেই নির্দেশনাটি শতভাগ বাস্তবায়ন হবে।’

 
/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা
সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’