X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৮ অক্টোবর চবির হল খোলা নিয়ে অনিশ্চয়তা

চবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ১৬:৪৮আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬:৪৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল ১৮ অক্টোবর খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। চবি উপ-উপাচার্য হল খোলার সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। ফলে হল ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এ ব্যাপারে শামসুননাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ১৮ অক্টোবর থেকে হল খুলে দেওয়া হবে। প্রথম দফায় চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খোলা হবে। পরে ধীরে ধীরে বাকিরা উঠবে। তবে এক ডোজ টিকার কার্ড সাথে থাকতে হবে। কার্ড ছাড়া কেউ হলে উঠতে পারবে না। শুধু সিট হোল্ডাররা হলে থাকতে পারবে। আর মেয়েদের হলে যারা অনুমতি প্রাপ্ত আছে, তারা থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বেনু কুমার দে বলেন, আগামী ২০ অক্টোবর ক্লাস শুরুর সম্ভাবনা আছে। আর হল খুলতে পারে ১৮ অক্টোবর। এর আগে আরও কিছু কাজ আছে। বিষয়টা রেজিস্ট্রার দেখবেন। তবে ২৬ অক্টোবর পরীক্ষা আছে। তার আগে ১০ অক্টোবর থেকে পূজার ছুটি। ফলে সব বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। 

তিনি বলেন, ‘সিদ্ধান্ত এখনই জানাতে পারবো না। কারণ আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মেডিক্যাল সেন্টারে এক ডোজ করে টিকা পাওয়া যায় কি-না দেখছি। টিকা নিশ্চিত হলে আমরা বুঝতে পারবো কাদেরকে হলে আনতে পারবো। তখন একটা প্ল্যান করতে পারবো। কিন্তু তাদের (স্বাস্থ্য মন্ত্রণালয়) কাছ থেকে কোনও বক্তব্য না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারবো না।’

সভার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার একটা নীতিগত সিদ্ধান্ত আছে। তবে অন্তত একটা টিকা নিশ্চিত থাকা লাগবে, এটা আগে থেকেই বলা আছে।

/এসএইচ/
সম্পর্কিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ জনের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি