X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সিলেবাস আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৬:২৩আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৮:৩২

শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু ম‌নি বলেছেন, ‘করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি’র সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষার আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্ত করার জন্য কেউ আন্দোলন করলে সেটি আমলে নেওয়া হবে না।’

বুধবার (৬ অ‌ক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা’ শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন করে তি‌নি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘সাংবাদিকদের নিজেদের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ খুব কম হয়। আমাদেরও তা-ই। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা করা খুব গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা তাদের কাজের মধ্য দিয়ে দেশের স্বাস্থ্য পরীক্ষা করেন। ভুল-ত্রুটি, কোথায় কী সমস্যা হচ্ছে বা সমস্যার লক্ষণ দেখা দিচ্ছে—সেগুলো তারা একটি রোগের মতোই বিশ্লেষণ করেন।’

তিনি বলেন, ‘অনেক সময় অনেক নেতিবাচক সংবাদ উঠে আসে। সেগুলো অবশ্যই ভালো, আমরা আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারি। কিন্তু দেশের মানুষের অনেক ভালো কাজও আছে। সেগুলোও যদি পত্রিকার পাতায় তুলে ধরা হয়, তবে মানুষ ভালো কাজের অনুপ্রেরণা পায়।’

দীপু মনি বলেন, ‘পজিটিভ নিউজ যে ছাপা হয় না, তা নয়। তবে তা সংখ্যায় একটু কম। সেগুলো আরও বাড়ানো প্রয়োজন। অনেক নেগেটিভ বিষয়কেও পজিটিভ করে তুলে ধরা সম্ভব।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং লায়ন্স ক্লাব অব ঢাকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ক্যাম্পে চিকিৎসার সুযোগ পাবে ডিআরইউ সদস্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহসহ বিশিষ্টজনেরা।

 

 /জেডএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
ছাত্রদল নেতা নিহতের এক যুগ পর দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে মামলা
প্যারোলে মুক্তি চান দীপু মনি
স্বামীসহ ডা. দীপু মনির ৬ কোটি টাকা অবরুদ্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে