X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা প্রয়োজন নেই’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১৮:২৫আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৯:০৪

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে কোনও আলোচনার প্রয়োজন নেই। নির্বাচনকালে কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন নিয়ে আইন প্রয়োগকারী সংস্থা, সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন যা প্রয়োজন সবকিছুই থাকবে নির্বাচন কমিশনের কাছে। তখন সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।’

বুধবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালে সরকার মেজর কোনও সিদ্ধান্ত নেবে না। আপনি (বিএনপি) বসবেন, কিন্তু সরকারের তো কোনও দায়িত্ব থাকবে না। নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার।’

তিনি বলেন, ‘আমার শুধু ভয় হয়, কিছু কিছু জায়গায় আমাদের কিছু লোকের অপকর্মের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত উন্নয়ন এত অর্জন মানুষ আবার ভুলে যায় কীভাবে? অপকর্ম, খারাপ কাজ, জনগণের সঙ্গে খারাপ আচরণ যেখানে হয়, সেখানে শেখ হাসিনার অর্জন ম্লান হয়ে যাবে। যদি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, মানুষকে অপমান করা হয়, অন্যায় করা হয়, তখন মানুষ শেখ হাসিনার উন্নয়নকে মনে রাখবে?’

বিএনপিকে উদ্দেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নভেম্বরে পদ্মা সেতুতে পিচ ঢালাই হবে। জুনের আগে সেতু উদ্বোধন করবেন শেখ হাসিনা। বিএনপি জনগণকে কী বলবে? তাদের কী বলার আছে? তাদের কী দেখানোর আছে? শুধু আগামী বছর শেখ হাসিনার সরকার পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট- এই চারটি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন। তখন বিএনপি নেতারা চোখের সামনে অন্ধকার দেখবেন।’

বেলা ১১টায় টংগিবাড়ীর পাইকপাড়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম খান সভাপতিত্ব করেন। উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ করে বলতে চাই, আপনারা যদি প্রমাণ করতে পারেন, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মোংলা-উপকূলীয় এলাকায় একটা মানুষ না খেয়ে মারা গেছে শিরোনামে একটি নিউজ এসেছে, তাহলে সেদিন থেকে আমি রাজনীতি ছেড়ে চলে যাবো। এই ১৩ বছরে দুর্ভিক্ষ, মানুষ না খাওয়ার কোনও নিউজ বাংলাদেশের পত্রিকায় আসেনি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট