X
বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

রাসেলের অনুপস্থিতি টের পেতে দিচ্ছেন না সাকিব

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৩:৪৬

আইপিএলে কলকাতার শেষ দুই জয়ে অবদান ছিল সাকিব আল হাসানের। তার উপস্থিতি আন্দ্রে রাসেলের অনুপস্থিতিটা টের পেতে দেয়নি। কলকাতা অধিনায়ক ইয়ন মরগানও স্বীকার করে নিয়েছেন তা। 

সংযুক্ত আরব আমিরাতে সাকিবের কিছুতেই জায়গা হচ্ছিল না একাদশে। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেলের চোটই তার ভাগ্য খুলে দিয়েছে। যার কার্যকারিতা প্রমাণ করেন দুই ম্যাচেই। প্রথম ম্যাচে ২০ রানে একটি উইকেট নিলেও দুর্দান্ত এক রান আউটে দলের জয়ে ভূমিকা রেখেছেন। সবশেষ ম্যাচে তো শুরুর ব্রেক থ্রুই এনে দেন তিনি। তাতে সাকিবের পারফরম্যান্স যে প্রভাব রাখছে, তার প্রমাণ মিললো মরগানের কথাতেই, ‘সাকিব এসে যেভাবে পারফর্ম করছে, তাতে আন্দ্রে রাসেলের ঘাটতি পুষিয়ে নেওয়াটা সহজ হয়েছে। রাসেলের মতো একজনের বদলি পাওয়া কঠিন। কিন্তু সাকিব সেই জায়গাতে অসাধারণ করছে। দুই ম্যাচে বড় অবদান ছিল তার।’
  
গতকাল রাজস্থানকে ৮৬ রানে হারিয়েছে কলকাতা। এই জয়ের পর সাকিবদের প্লে-অফ কার্যত নিশ্চিতই। কার্যত এজন্যই বলা হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্সের এখনও এক ম্যাচ বাকি। প্লে-অফে যেতে হলে আজ হায়দরাবাদকে ১৭১ বা তার বেশি ব্যবধানে তাদের হারাতে হবে। যা প্রায় অসম্ভবই! পরে ব্যাট করলে অবশ্য তাদের কোন সম্ভাবনা থাকছে না।

/এফআইআর/    

সম্পর্কিত

শান্ত বলছেন, ম্যাচ বাঁচানো সম্ভব

শান্ত বলছেন, ম্যাচ বাঁচানো সম্ভব

যুব বিশ্বকাপ ও এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

যুব বিশ্বকাপ ও এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

টেস্ট ব্যাটিং কী, জানা আছে মুমিনুলদের?

টেস্ট ব্যাটিং কী, জানা আছে মুমিনুলদের?

ভালো পেসার আসবে কবে? সুজন বললেন, ‘আল্লাহ যেদিন দেন’

ভালো পেসার আসবে কবে? সুজন বললেন, ‘আল্লাহ যেদিন দেন’

quiz
সর্বশেষসর্বাধিক
© 2021 Bangla Tribune