X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ শরণার্থী সংস্থার চুক্তিতে রোহিঙ্গাদের মিষ্টি বিতরণ

আবদুল আজিজ, কক্সবাজার
১২ অক্টোবর ২০২১, ১৭:৫৩আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৭:৫৩

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) সংযুক্ত হওয়ায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন রোহিঙ্গারা। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উখিয়া কুতুপালং মেঘা ক্যাম্পের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন। এ সময় রোহিঙ্গাদের মাঝে মিষ্টি বিতরণ করেন ক্যাম্পের মাঝিরা। একই সঙ্গে ভাসানচরে যেতে রাজি তারা।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইনে সেদেশের সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। নতুন ও পুরোনো মিলে উখিয়া এবং টেকনাফের ৩৪টি ক্যাম্পে বসবাস করছেন ১১ লক্ষাধিক রোহিঙ্গা। এরই মধ্যে বাংলাদেশ সরকার ভাসানচরে আধুনিক আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। কিন্তু এতদিন ভাসানচরে মানবিক সহায়তায় অংশ নেয়নি ইউএনএইচসিআর। এখন ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দিতে রাজি হয়েছে তারা। রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে সরকারের সঙ্গে চুক্তিও করেছে সংস্থাটি। তাই রোহিঙ্গারা ভাসানচরে এখন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘের অন্তর্ভুক্তিতে রোহিঙ্গারা খুশি। সেই সঙ্গে ভাসানচরে যেতে রাজি।

ক্যাম্পে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, ইতোমধ্যে ভাসানচরে ১৮ হাজার রোহিঙ্গাকে নেওয়া হয়েছে। সেখানে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে সরকারের সঙ্গে জাতিসংঘের চুক্তি হয়েছে। এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হবে। আগামী মাসে স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। 

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ২ ওয়েস্ট ব্লকের রোহিঙ্গা মাঝি মোহাম্মদ নুর বলেন, ‘গত বছর ১৯ হাজারেও বেশি রোহিঙ্গা ভাসানচরে গেছে। ওই সময়ে জাতিসংঘের তদারকি না থাকায় সবাই চিহ্নিত ছিল। কিন্তু তিন দিন আগে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি হওয়ায় সব চিন্তা দূর হয়েছে। এখন সবাই ভাসানচরে যাওয়ার জন্য রাজি হয়েছে।’

উখিয়ার কুতুপালং ক্যাম্প-২-ই, ডব্লিউ ব্লকের রোহিঙ্গা মাঝি মোহাম্মদ আমিন বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা করতে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি হওয়ায় রোহিঙ্গারা আনন্দিত। ক্যাম্প থেকে ইতোমধ্যে অনেকেই ভাসানচরে যেতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বলা যায় ভাসানচরে যাবে কয়েক লাখ রোহিঙ্গা। জাতিসংঘের সঙ্গে চুক্তি হওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই আমরা।’

ভাসানচরে যেতে রাজি রোহিঙ্গারা, আনন্দ মিছিল

একই ক্যাম্পের প্রধান মাঝি জাফর আলম বলেন, ‘রোহিঙ্গারা এখন নিজের ইচ্ছায় ভাসানচরে যাবে। কারণ বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি সই করেছে জাতিসংঘ। এখন বিভিন্ন এনজিও কাজ করবে ভাসানচরে। এতে রোহিঙ্গারা খুশি। যেসব রোহিঙ্গা ভাসানচরে যেতে ইতোমধ্যে যোগাযোগ করেছেন, তাদের নাম আগে তালিকায় রাখছি। হয়তো আগামী মাস থেকে ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়া শুরু হবে।’

উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের মাধ্যমে স্বেচ্ছায় ভাসানচরে যেতে রাজি রোহিঙ্গাদের তালিকা করছি। ভাসানচরে এক লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা কার্যক্রমে কার্যক্রমে যুক্ত থাকবে ইউএনএইচসিআর। এতে আমরা খুশি। এ জন্য ক্যাম্পের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছি।

উখিয়া ও টেকনাফের ওপর থেকে চাপ কমাতে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত ছয় দফায় ১৮ হাজার ৫২১ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। এদের মধ্যে শিশু আট হাজার ৭৯০, নারী পাঁচ হাজার ৩১৯ ও পুরুষ চার হাজার ৪০৯ জন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি