X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

অর্থের বিনিময়ে বগুড়ার মহিলা লীগের কমিটি দেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৫:০২আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৫:০২

বগুড়ার জেলা মহিলা লীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে শহরের সাতমাথায় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। ঘোষিত ওই কমিটি নিয়ে ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ভয়ে কেউ মুখ খুলছেন না। কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। তারা এ বিষয়ে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিদায়ী কমিটির মা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি (৩) স্বপ্না চৌধুরী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাকসুদা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা হক, জেলা মহিলা লীগের সদস্য সেলিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত ২ অক্টোবর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তারা অভিযোগ করেন জালিয়াতির মাধ্যমে মহিলা লীগের সদস্য হওয়া সাবিয়া সাবরিন পিংকিকে মোটা অংকের টাকার বিনিময়ে সাধারণ সম্পাদক করা হয়। রাজনীতিতে যাতায়াত এক বছর পূর্ণ না হলেও তার হাতে জেলা মহিলা লীগের হাল তুলে দেওয়া হয়েছে। বক্তারা অবিলম্বে জেলা মহিলা লীগের প্রহসনের কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচি দিবেন বলে হুঁশিয়ারি দেন। 

এদিকে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে সাবেক সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরোথী গত ৭ অক্টোবর জেলার প্রথম যুগ্ম জজ আদালতে মামলা করেন। এতে বিবাদী করা হয় নতুন কমিটির সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকার, সাবেক সভাপতি খাদিজা খাতুন শেফালী, কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা কমিটির নির্বাহী সদস্য নাজমাকে। কমিটির তালিকায় থাকা নির্বাহী সদস্য নাজমার (ক্রমিক ৬০) নাম কেটে সেখানে পিংকির নাম বসানো হয়েছে। এ কারণে এজাহারে নাজমাকে মোকাবিলা বিবাদী করা হয়েছে। অপর তালিকায় (ক্রমিক-৫৮) নির্বাহী সদস্য মাহফুজা নাম কেটে পিংকির নাম লেখা হয়। শুনানি শেষে আদালত বিবাদীদের পাঁচ কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা