X
সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে স্বস্তি

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২০:৪২

গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যার বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলো রাজধানীবাসী। তাপমাত্রা দিনের তুলনায় অনেকখানি কমে এসেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর আগে গতকাল রাতের ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি হয়েছে। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম আজ কিছুটা কম ছিল। সন্ধ্যা সাতটা থেকেই টিপ টিপ করে শুরু হওয়া বৃষ্টি সাড়ে সাতটা নাগাদ মুষলধারে শুরু হয়। আবার পৌনে আটটায় এসে তা কমে যায়। এতে করে সারাদিনের ভ্যাপসা গরম এখন আর একেবারেই নেই।

আবহাওয়া বিদ আব্দুল মান্নান বলেন, আজকের বৃষ্টিতে তাপমাত্রা আরও কিছুটা কমেছে। আগামী ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এতে করে তাপমাত্রা আরও কমে আসবে তাপমাত্রা। 

গত ২৪ ঘণ্টায় ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর,  ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী,  ফেনী, চাঁদপুর,  পাবনা,বগুড়া, সিরাজগঞ্জ,  দিনাজপুর,  পঞ্চগড়,  যশোর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন তা কমে কেবল চার জেলায় আছে। জেলাগুলো হলো- পঞ্চগড়, দিনাজপুর,  রাজশাহী এবং নীলফামারী।

সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে।  এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর প্রভাবে , খুলনা,  বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা,  রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় তা কমে হয়েছে তেতুলিয়ায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।  এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ছিল ৩৭ দশমিক ৪, এখন তা দুই ডিগ্রি কমে ৩৫ দশমিক ৫ সেলসিয়াস  হয়েছে। এছাড়া  ময়মনসিংহে ছিল ৩৬ দশমিক ৫, এখন দুই ডিগ্রি কমে ৩৪ দশমিক ৫, চট্টগ্রামে ছিল ৩৫ দশমিক ৬, এখন ৩৫, সিলেটে ছিল ৩৬ দশমিক ৪, এখন ৩৫ দশমিক ৫, রাজশাহীতে ছিল  ৩৫ দশমিক ৭, এখন কিছুটা বেড়ে ৩৬, রংপুরে  ছিল ৩৪ দশমিক ৩, এখন ৩৪ দশমিক ৬ খুলনায় ছিল  ৩৬ দশমিক ৫, এখন দুই ডিগ্রি কমে ৩৪ দশমিক ২ এবং বরিশালে ছিল  ৩৬ দশমিক ৩,  এখন তা দুই ডিগ্রি কমে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

/এসএনএস/এমআর/

সম্পর্কিত

নিম্নচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি 

নিম্নচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি 

আজ সারাদিনই ঝরতে পারে বৃষ্টি

আজ সারাদিনই ঝরতে পারে বৃষ্টি

জাওয়াদ নিম্নচাপে পরিণত, কমে গেছে গতিও

জাওয়াদ নিম্নচাপে পরিণত, কমে গেছে গতিও

সর্বশেষসর্বাধিক

লাইভ

নিম্নচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি 

নিম্নচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি 

আজ সারাদিনই ঝরতে পারে বৃষ্টি

আজ সারাদিনই ঝরতে পারে বৃষ্টি

জাওয়াদ নিম্নচাপে পরিণত, কমে গেছে গতিও

জাওয়াদ নিম্নচাপে পরিণত, কমে গেছে গতিও

গভীর নিম্নচাপের প্রভাবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত, দুর্ভোগ

গভীর নিম্নচাপের প্রভাবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত, দুর্ভোগ

আগের অবস্থানে গভীর নিম্নচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি 

আগের অবস্থানে গভীর নিম্নচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি 

ঘূর্ণিঝড় জাওয়াদ গভীর নিম্নচাপে পরিণত

ঘূর্ণিঝড় জাওয়াদ গভীর নিম্নচাপে পরিণত

‘জাওয়াদে’র প্রভাবে বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি,  কমতে পারে তাপমাত্রা

‘জাওয়াদে’র প্রভাবে বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি,  কমতে পারে তাপমাত্রা

সর্বশেষ

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান

স্ত্রীকে গলা টিপে হত্যা, ১২ ঘণ্টার মধ্যে চার্জশিট দিলো পুলিশ 

স্ত্রীকে গলা টিপে হত্যা, ১২ ঘণ্টার মধ্যে চার্জশিট দিলো পুলিশ 

মাদককারবারিরা প্রদীপকে ফাঁসিয়েছেন: রানা দাশগুপ্ত

মাদককারবারিরা প্রদীপকে ফাঁসিয়েছেন: রানা দাশগুপ্ত

বাংলাদেশ-ভারত অমীমাংসিত বিষয় নিষ্পন্ন করার তাগিদ

বাংলাদেশ-ভারত অমীমাংসিত বিষয় নিষ্পন্ন করার তাগিদ

কাশ্মিরে পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

কাশ্মিরে পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

© 2021 Bangla Tribune