X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে স্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ২০:৪০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৭

গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যার বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলো রাজধানীবাসী। তাপমাত্রা দিনের তুলনায় অনেকখানি কমে এসেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর আগে গতকাল রাতের ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি হয়েছে। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম আজ কিছুটা কম ছিল। সন্ধ্যা সাতটা থেকেই টিপ টিপ করে শুরু হওয়া বৃষ্টি সাড়ে সাতটা নাগাদ মুষলধারে শুরু হয়। আবার পৌনে আটটায় এসে তা কমে যায়। এতে করে সারাদিনের ভ্যাপসা গরম এখন আর একেবারেই নেই।

আবহাওয়া বিদ আব্দুল মান্নান বলেন, আজকের বৃষ্টিতে তাপমাত্রা আরও কিছুটা কমেছে। আগামী ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এতে করে তাপমাত্রা আরও কমে আসবে তাপমাত্রা। 

গত ২৪ ঘণ্টায় ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর,  ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী,  ফেনী, চাঁদপুর,  পাবনা,বগুড়া, সিরাজগঞ্জ,  দিনাজপুর,  পঞ্চগড়,  যশোর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন তা কমে কেবল চার জেলায় আছে। জেলাগুলো হলো- পঞ্চগড়, দিনাজপুর,  রাজশাহী এবং নীলফামারী।

সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে।  এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর প্রভাবে , খুলনা,  বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা,  রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় তা কমে হয়েছে তেতুলিয়ায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।  এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ছিল ৩৭ দশমিক ৪, এখন তা দুই ডিগ্রি কমে ৩৫ দশমিক ৫ সেলসিয়াস  হয়েছে। এছাড়া  ময়মনসিংহে ছিল ৩৬ দশমিক ৫, এখন দুই ডিগ্রি কমে ৩৪ দশমিক ৫, চট্টগ্রামে ছিল ৩৫ দশমিক ৬, এখন ৩৫, সিলেটে ছিল ৩৬ দশমিক ৪, এখন ৩৫ দশমিক ৫, রাজশাহীতে ছিল  ৩৫ দশমিক ৭, এখন কিছুটা বেড়ে ৩৬, রংপুরে  ছিল ৩৪ দশমিক ৩, এখন ৩৪ দশমিক ৬ খুলনায় ছিল  ৩৬ দশমিক ৫, এখন দুই ডিগ্রি কমে ৩৪ দশমিক ২ এবং বরিশালে ছিল  ৩৬ দশমিক ৩,  এখন তা দুই ডিগ্রি কমে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে ঘরের চাল, ফসলের ব্যাপক ক্ষতি
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা