X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাহবাগে যান চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৫:৫৩আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৫:৫৩

দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে ‘সাম্প্রদায়িক হামলা’র প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ ও বিক্ষোভ থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। হামলাকারীদের আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বিক্ষোভ থেকে সরে আসার পর থেকে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে। 

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টা  থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন তারা। তাদের সঙ্গে সম দাবি জানিয়ে সেখানে হাজির হয়েছিলেন দেশের বিভিন্ন জেলার সনাতন ধর্মালম্বীরা।

শাহবাগ মোড়ে চলছে যানবহন আন্দোলনে হাজির হয়ে গাজীপুর জেলার হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রঘুনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের ওপর অনেক হামলার ঘটনা ঘটেছে। কোনও ঘটনার বিচার হয়নি। আগে যদি বিচার হতো তাহলে নতুন এসব ঘটনা ঘটতো না। তবে যত হামলাই হোক না কেন, আমরা বাংলাদেশ ছাড়বো না। এ দেশেই থাকবো। তবে সরকারকে সাম্প্রতিক সব হামলার বিচার করতে হবে।’

লিরা রানী মোহন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিটি হামলায় আমরা নারী-শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত। আমরা চাইবো, সরকার আমাদের ওপর সব হামলার দ্রুত বিচার করবে।’

শাহবাগ মোড়ে চলছে যানবহন কেশব পাল বলেন, ‘আমাদের সংখ্যালঘুদের ওপর হামলার শেষ কোথায়? দ্রুত তদন্ত করে কেন বিচার করা হচ্ছে না? স্বাধীন বাংলাদেশে আমরাও মিলেমিশে বসবাস করতে চাই। সে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এখানে সমবেত হয়েছি।’

শাহবাগের ট্রাফিক ইন্সপেক্টর মো. শহীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর আড়াইটার দিকে বিক্ষোভকারীরা এখানকার সড়ক থেকে চলে যান। এর আগে তারা নিজেদের কিছু দাবি আদায়ের জন্য শাহবাগ মোড়ে অবস্থান করেছিলেন। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা