X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নামিবিয়াকে বড় ব্যবধানে হারালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ২৩:২৩আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০:৩০

লঙ্কানদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৯৬ রানে  অলআউট হয় নামিবিয়া।  সহজ লক্ষ্যে খেলতে নেমে ২৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে বড় বিপর্যয়ে পড়তে যাচ্ছিলো শ্রীলঙ্কা। কিন্তু আভিষ্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপক্ষর দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটির উপর ভর করে ৩৯ বল হাতে রেখে সাত উইকেটে জয় নিশ্চিত করা লঙ্কানরা।

শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ৯৭ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। দলীয় ১৪ রানের মাথায় ওপেনার কুশল পেরেরা (১১) ট্রাম্পেলম্যানের বলে জোনাথন স্মিটের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। সঙ্গীর দেখাদেখি ওপর ওপেনার পাথুম নিশাঙ্কাও (৫) এলবিডব্লিউর ফাঁদে পড়েন। দলীয় ২৬ রানে তিন নম্বরে নামা দীনেশ চান্দিমালও (৫) দলে অবদান না রেখেই বিদায় হন। অবশ্য এরপরই  ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা।

চতুর্থ উইকেটে আভিষ্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপক্ষ মিলে অবিচ্ছিন্ন ৫০ বলে ৭৪ রানের জুটি গড়েন। তাদের এই জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ভানুকা রাজাপক্ষ ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলেন। অন্যদিকে আভিষ্কা ফার্নান্দো ২৮ বলে ২ ছক্কায় খেলেন ৩০ রানের ইনিংস।

নামিবিয়ার বোলারদের মধ্যে ট্রাম্পেলম্যান, বার্নার্ড শোল্টজ ও জোনাথন স্মিট একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টসে জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় লঙ্কানরা। মাহেশ থিকশানা, লাহিরু কুমারা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার বোলিংয়ে ৩ বল হাতে রেখেই ৯৬ রানে অলআউট হয় নামিবিয়া। শুরুতেই অফস্পিনার মহেশ থিকশানার ঘূর্ণিজাদুতে নামিবিয়ার দুই ওপেনার স্টিফেন বার্ড (৭) আর জানে গ্রিন (৮) দ্রুতই সাজঘরের পথ ধরেন। এরপর অবশ্য প্রতিরোধ গড়েছিলেন ক্রেইগ উইলিয়ামস (২৯) আর অধিনায়ক জেরহার্ড ইরাসমাস (২০)।

২ উইকেটেই ৬৮ রান তুলে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা দলটি। কিন্তু এরপর ২৮ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে তারা। এরপর ধুঁকতে ধুঁকতে ৯৬ রানে  থামে নামিবিয়া। ১৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন জোনাথন স্মিট। 

মহেশ থিকশানা ২৫ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার লাহিরু কুমারা ও হাসারাঙ্গা ডি সিলভার।

 

/আরআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়