X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে অভিযান, আকাশসীমা নিয়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সমঝোতার ইঙ্গিত

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ১৯:৪২আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯:৪২

আফগানিস্তানে সামরিক ও গোয়েন্দা অভিযান পরিচালনার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য বাইডেন প্রশাসন ইসলামাবাদের সঙ্গে একটি চুক্তি করতে চাইছে। এই বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য পাকিস্তানও তাদের আগ্রহের কথা জানিয়েছে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

শুক্রবার সকালে কংগ্রেস সদস্যদের ব্রিফিংয়ে এই বক্তব্য তুলে ধরা হয়েছে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে।

একটি সূত্র জানায়, ভারতের সঙ্গে সম্পর্ক বজায় এবং নিজেদের সন্ত্রাস দমন উদ্যোগে সহযোগিতার বিনিময়ে পাকিস্তান এই বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছে।

দ্বিতীয় সূত্র জানায়, চুক্তি নিয়ে এখনও দরকষাকষি চলমান রয়েছে। এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার আগে অনেক কিছু বদলে যেতে পারে।

তৃতীয় সূত্রটি জানায়, মার্কিন কর্মকর্তারা যখন পাকিস্তান সফর করেন তখন এই চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ইসলামাবাদ কী চায় বা যুক্তরাষ্ট্র কতটা দিতে আগ্রহী তা এখনও স্পষ্ট নয়।

চলমান গোয়েন্দা তথ্য সংগ্রহের অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী পাকিস্তানের আকাশসীমা দিয়ে আফগানিস্তানে পৌঁছায়। কিন্তু এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও চুক্তি নেই। আফগানিস্তানে পৌঁছানোর জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা গুরুত্বপূর্ণ।

খবরে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি কাবুল থেকে অবশিষ্ট মার্কিন নাগরিকদের প্রত্যাহার শুরু করে তাহলে এই এয়ার করিডোর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আনুষ্ঠানিক চুক্তি না থাকায় আফগানিস্তান যেতে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশে প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকে মার্কিন সেনাবাহিনীর।

পেন্টাগনের এক মুখপাত্র জানান, প্রতিরক্ষা মন্ত্রণলায় রুদ্ধদ্বার ব্রিফিংয়ের বিষয়ে মন্তব্য করে না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এমন কোনও সমঝোতার বিষয় নেই। আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে উভয় দেশের দীর্ঘ দিনের সহযোগিতার সম্পর্ক রয়েছে এবং দুই পক্ষ নিয়মিত পরামর্শে লিপ্ত আছে।

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!