X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পীরগঞ্জের ঘটনায় গ্রেফতার সৈকতকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

রংপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ২১:১৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:১৬

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় বাড়িঘরে হামলার ঘটনায় ঢাকায় র‌্যাবের হাতে আটক দুই আসামির একজন সৈকত মণ্ডল কারমাইকেল কলেজের  ছাত্রলীগের নেতা। তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে কলেজ শাখা ছাত্রলীগ। গ্রেফতার অপর আসামির নাম রবিউল ইসলাম।শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কারমাইকেল কলেজের দর্শন বিভাগের ছাত্রলীগ সহসভাপতি পদ থেকে সৈকত মণ্ডলকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শনিবার এ ব্যাপারে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিব বলেন, ‘সৈকত মণ্ডলকে দল থেকে বহিষ্কার করেছে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়াসহ শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ আসছিল কলেজ শাখা ছাত্রলীগের কাছ থেকে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, সৈকত মণ্ডলের নেতৃত্বে মিছিলসহ পীরগঞ্জে মাঝিপাড়ায় হামলা চালানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে মাঝিপাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, ঢাকায় র‌্যাবের হাতে আটক দুজনকে এখনও তাদের কাছে হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করার পর তাদের দুজনকেই আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি ডিজিটাল নিরাপত্তা আইনে এবং একটি হামলার ঘটনায়। তিনটি মামলারই বাদী পুলিশ। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫৮ জনকে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!