X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে হারাতেও পাওয়ার প্লেতে চোখ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ২১:২১আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:২৪

লঙ্কা বধের মিশনে নিজেদের ঝালিয়ে নিতে একবেলা অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামীকাল (রবিবার) বাংলাদেশ সময় বিকাল ৪টায় শারজাতে শ্রীলঙ্কার বিপক্ষে ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। আর এই মিশনেও বাংলাদেশ নজর রাখছে পাওয়ার প্লের পারফরম্যান্সে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মতে, ব্যাটিং-বোলিংয়ের প্রথম ৬ ওভার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ম্যাচের আগের দিন আজ (শনিবার) শারজাতে বাংলাদেশ সময় বিকাল ৪টায় অনুশীলনে করেছে মাহমুদউল্লাহরা। গত বৃহস্পতিবার ওমানের মাসকটে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলে শুক্রবার বিকালে দুবাইয়ে পৌঁছে বাংলাদেশ দল। ভ্রমণ ক্লান্তির কারণে সেদিন আর অনুশীলন করেননি ক্রিকেটাররা। আজ একবেলা অনুশীলন করেই লঙ্কা বধের প্রস্তুতি সেরেছেন সাকিব-মুশফিকরা।

বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। যদিও ওই ম্যাচে ছিলেন না মাহমুদউল্লাহ, সাকিব ও মোস্তাফিজ। সুপার টুয়েলভের লড়াইয়ে পুরো দলকেই পাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে টানা দুই ম্যাচ জেতায় আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগছে বেশ জোরেশোরেই।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কণ্ঠও বেশ আত্মবিশ্বাসী শোনালো, ‘আমি মনে করি প্রত্যেক বিভাগে সবসময় উন্নতি করার সুযোগ আছে। আমরা জানি ব্যাট হাতে শুরুতে, মাঝে ও ডেথ ওভারে আমরা ঠিকভাবে খেলতে পারিনি। কিন্তু বল হাতে আমরা যেভাবে খেলেছি, তাতে আমরা খুব খুশি। মাঠেও আমরা দারুণ করেছি।’

স্কটল্যান্ড ও ওমানের সঙ্গে পাওয়ার প্লেতে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও পাপুয়া নিউগিনির বিপক্ষে কিছুটা উন্নতি হয়েছিল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট হারিয়ে ২৫ রান, ওমানের বিপক্ষে  দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে ২৯ রানের পর পিএনজির বিপক্ষে ১ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে বাংলাদেশ। বোলিংয়েও উন্নতি হয়েছে বেশ। স্কটল্যান্ড পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে করেছিল ৩৯ রান। আর ওমান ৪৭ রান করে ২ উইকেট হারিয়ে। অন্যদিকে পিএনজি ৪ উইকেট হারিয়ে ১৭ করতে পেরেছিল।

শ্রীলঙ্কার বিপক্ষেও প্রথম ৬ ওভারে উন্নতি চান বাংলাদেশের প্রধান কোচ। শারজার ম্যাচটিতে পাওয়ার প্লে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন ডমিঙ্গো, ‘পাওয়ার প্লেতে পারফরম্যান্স করা এখানে গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে পাওয়ার প্লেতে যে দল বেশি রান করছে, তারাই বেশি জিতছে। আমি মনে করি কালকের (রবিবার) ম্যাচে পাওয়ার প্লেতে ব্যাট ও বল করা গুরুত্বপূর্ণ হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!