X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রেণু হত্যা মামলা: সাক্ষ্য দিলেন বাদীসহ ৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৯:১৩আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৯:৪৭

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে  তাছলিমা বেগম রেণু নামে এক নারীকে পিটিয়ে হত্যার  অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী রেণুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটুসহ ৩ জন।

অপর দু’জন হলেন— রেণুর আরেক ভাগ্নে অনিকুর রহমান এবং সুরতহাল প্রস্তুতকারী বাড্ডা থানার এসআই  গোলাম মোস্তফা।

রবিবার (২৪ অক্টোবর) ঢাকা ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরুজ কনিকার আদালতে এই তিন জন সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। এরপর আদালত পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ জানুয়ারি তারিখ ধার্য করেন।

এর আগে গত ১ এপ্রিল একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটি বিচারের জন্য আদেশ দেন।

এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর  আদাললতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক।

মামলার আসামিরা হলেন—  মো. শাহীন (৩১), মো. রাচ্চু মিয়া (২৮),  মো. বাপ্পি (২১), ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা (২০) মুরাদ মিয়া (২২),  মো. সোহেল রানা (৩০),  মো. বিল্লাল (২৮),  মো. আসাদুল ইসলাম (২২),  মো. রাজু (২৩),  আবুল কালাম আজাদ (৫০),  মো. কামাল হোসেন (৪০),  মো. ওয়াসিম (১৪),  রিয়া বেগম ময়না (২৭) ও মো. জাফর হোসেন (২০)।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ জুলাই  সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেণু। ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজারের সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪শ’-৫শ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন।

 

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
এবারের আবেদনেও জামিন পাননি জবির সহকারী প্রক্টর
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো