X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আমার অলিম্পিক পদক বাংলাদেশিদের অনুপ্রাণিত করবে: মার্গারিটা মামুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ২২:২৬আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২:২৬

২০১৬ সালে রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে সোনার পদক জিতেছিলেন মার্গারিটা মামুন। রাশিয়ার হয়ে পদক জিতলেও সেখানে আছে বাংলাদেশের ছোঁয়া! কেননা মার্গারিটার বাবা যে বাংলাদেশি। সেই মার্গারিটা বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশে এসেছেন। নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে এই বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান অনুপ্রাণিত করেছেন স্বাগতিক জিমন্যাস্টদের।

মঙ্গলবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজের পাওয়া সোনার পদক দেখতে দিয়েছেন। এছাড়া কসরতও করে দেখিয়েছেন। আজ (বুধবার) উদ্বোধনী অনুষ্ঠানে এসব নিয়ে সংবাদমাধ্যমের সামনে মার্গারিটা বলেছেন, ‘গতকাল (মঙ্গলবার) আমি বাংলাদেশি জিমন্যাস্টদের সঙ্গে দেখা করেছি। তাদের দেখে আমি আসলেই বিস্মিত হয়েছি। তারা খুবই সুন্দর। এই আয়োজন দেখতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মতো। আমি আসলেই খুশি এখানে আসতে পেরে। অনেক জিমন্যাস্টদের দেখে খুশি। কিছু মুভ দেখেছি, যেটা ছিল চমৎকার।’

রিওতে নিজের পাওয়া সোনার পদক বাংলাদেশের জিমন্যাস্টদের দেখানোর পর মার্গারিটার উপলব্ধি, ‘জিমন্যাস্টরা আমার অলিম্পিক মেডেল দেখেছে, সেটা ছুঁয়ে দেখেছে, অনেকে চুমো খেয়েছে। আমি মনে করি, এটা তাদেরকে (বাংলাদেশিদের) অনুপ্রাণিত করবে। আগামীকালও (বৃহস্পতিবার) আমি এখানে থাকবো। তাদেরকে আরও কিছু পরামর্শ দেবো। চমৎকার কিছু শেখানোর চেষ্টা করবো।’

নিজের ক্যারিয়ার নিয়ে এক প্রশ্নের জবাবে মার্গারিটা বলেছেন, ‘এটা লম্বা পথ চলা ছিল। ছোট একটা মেয়ের অনেকটা পথ পেরিয়ে অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়া- এটা অবশ্যই দীর্ঘ ও কঠিন পথ চলা ছিল।’

১৫ বছর আগে সবশেষ ঢাকায় এসেছিলেন এই জিমন্যাস্ট। এতদিন পর এসে দেখলেন বদলে গেছে অনেক কিছু, ‘বাংলাদেশ অনেক বদলেছে। এই ১৫ বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে বলে মা আমাকে বলেছেন।’

জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা, ‘এবার সে (মার্গারিটা) দূত হিসেবে এখানে এসেছে। ১৫ বছর পর বাংলাদেশে এসেছে। এখানকার অনেক কিছু সম্পর্কেই সে জানে না। কিন্তু পরেরবার আমরা যখন তাকে নিয়ে আসবো, তখন তাকে নিয়ে আমাদের পরিকল্পনা থাকবে।’

সেন্ট্রাল এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, ভারত, উজবেকিস্তান ও পকিস্তান।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা