X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এবার বাংলাদেশকে হারানো স্কটল্যান্ডকে হারালো নামিবিয়াও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ০০:০৬আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০০:০৬

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসকে বিদায় করে সুপার টুয়েলভেও সুযোগ করে নিয়েছে নামিবিয়া। শুধু তাই নয়, সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের ৪ উইকেটে হার উপহার দিয়েছে নামিবিয়া। অথচ এই স্কটল্যান্ডের কাছেই প্রাথমিক পর্বে হেরে হতাশা উপহার দিয়েছিলেন মাহমুদউল্লাহরা। দুই দিন আগে আফগানিস্তানও হারিয়েছিল স্কটল্যান্ডকে।

শুরুতে নামিবিয়ার বোলারদের আগুনে বোলিংয়ে ৮ উইকেটে ১০৯ রানেই থেমে যায় স্কটল্যান্ডের ইনিংস। জবাবে ৬ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে নামিবিয়া। তবে দুই উইকেট হারিয়ে ৫০ রানের পর দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে নামিবিয়া। তবে জোনাথন স্মিটের দায়িত্বশীল ইনিংসের কারণে ম্যাচ জিততে সমস্যা হয়নি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটির। স্মিট ২৩ বলে ৩২ রানের ইনিংস খেলেন।

স্কটিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেন মাইকেল লিস্ক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ১৮ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া স্কটল্যান্ডের ব্যাটাররা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাইকেল লিস্কের ৪৪ ও ক্রিস গ্রেভসের ২৫ রানের উপর ভর করে স্কটল্যান্ড কোনোরকমে ১০৯ রান সংগ্রহ করে। বোলিংয়ে দুই উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে দলের জন্য অবদান রাখেন লিস্ক। স্কটল্যান্ডের গত ম্যাচে আঙুলে চোট পাওয়ার কারণে ম্যাচের নেতৃত্বে ছিলেন না কাইল কোয়েটজার।

নামিবিয়ার হয়ে ১৭ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন ট্রাম্পলম্যান। এছাড়া ১০ রান দিয়ে দুটি উইকেট নেন জানে ফ্রাইলিঙ্ক।

/আরআই/ইউএস/
সম্পর্কিত
আইসিজেতে গণহত্যার মামলাইসরায়েলকে জার্মানির সমর্থনের নিন্দা জানালো নামিবিয়া
নামিবিয়াকে উড়িয়ে সেমিফাইনালে পাকিস্তান
নামিবিয়া গণহত্যার দায় স্বীকার জার্মানির
সর্বশেষ খবর
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী