X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

নামিবিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৪, ০৫:৫০আপডেট : ০৭ জুন ২০২৪, ০৬:০২

এই ম্যাচের আগে নামিবিয়ার সঙ্গে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল স্কটল্যান্ড। যার কোনোটাই জিততে পারেনি তারা। তবে আজ (শুক্রবার) চতুর্থবারের দেখায় নামিবিয়াকে হারালো স্কটিশরা। এদিন আগে ব্যাটিং করে নামিবিয়া ১৫৬ রানের লক্ষ্য দেয় স্কটল্যান্ডকে। জবাবে খেলতে নেমে অধিনায়ক রিচি বেরিংটন ও মাইকেল লিস্কের ব্যাটে ৯ বল আগে ৫ উইকেটের জয় পায় স্কটিশরা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও দারুণ শুরু করেছিল স্কটল্যান্ড। ১০ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেছিল ৯০ রান। কিন্তু বৃষ্টির মুখে ম্যাচটি পরিত্যাক্ত হলে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে এদিন নামিবিয়ার বিপক্ষে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। এই জয়ে তিন পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ‘বি’ গ্রুপের শীর্ষ দল স্কটিশরা।

ব্রিজটাউনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। প্রথম ম্যাচে সুপার ওভারে ওমানকে হারিয়ে দেওয়া নামিবিয়ার স্কোরবোর্ড যথেষ্ট সমৃদ্ধই ছিল। অধিনায়ক জেরার্ড এরাসমাসের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে নামিবিয়া তোলে ১৫৫ রান।

মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ ওভারে ওপেনার জ্যাক জারভিসকে (৭) হারায় স্কটল্যান্ড। মাইকেল জোনস ও ব্র্যান্ডন ম্যাকমুলেন মিলে ২২ বলে ২৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। ২০ বলে ২৬ রান করে জোনস আউট হন। সঙ্গীকে হারিয়ে কিছুক্ষণের মধ্যে বিদায় নেন ম্যাকমুলেনও (১৯)। এরপর অধিনায়ক রিচি বেরিংটন ও মাইকেল লিস্কের জুটিতে জয়ের পথটা পেয়ে যায় স্কটল্যান্ড। ৪২ বলে ৭৪ রানের জুটি করে লিস্ক যখন আউট হন, জয় থেকে তখন ৯ রান দূরে স্কটল্যান্ড। বাকি কাজটুকু অনায়াসেই শেষ করেন বেরিংটন। ১৯তম ওভারের তৃতীয় বলে লংঅন দিয়ে বিশাল ছক্কায় লক্ষ্যটা ছুঁয়ে ফেলে স্কটল্যান্ড। তবে ১৭ বলে ৩৫ রান এবং ১৬ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন লিস্ক। অধিনায়ক বেরিংটন ৩৫ বলে খেলেন ৪৭ রানের অপরাজিত ইনিংস।

নামিবিয়ার বোলারদের মধ্যে জেরার্ড এরাসমাস ২৯ রানে নেন দুটি উইকেট। রুবেন ট্রাম্পেলম্যান, তানজেনি লুঙ্গামেনি ও তানজেনি লুঙ্গামেনি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক এরাসমাসের দায়িত্বশীল ইনিংসের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। ইয়ান গ্রিনও ২৭ বলে ২৮ রান করে দলের স্কোরকে দেড়শো ছাড়িয়ে যেতে ভূমিকা রাখেন। বোলিংয়ে অবদান রাখার আগে অধিনায়ক এরাসমানও চমৎকার ব্যাটিং করেছেন। ৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় নামিবিয়ার অধিনায়ক খেলেন ৫২ রানের ইনিংস।

স্কটিশ বোলারদের মধ্যে ব্র্যাড হোয়েল ৩৩ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন ব্র্যাড কারি। 

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
জিম্বাবুয়ের বিপক্ষে ফিট হয়ে ফিরছেন স্টোকস
আব্বাস, কেলিদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল
পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার পক্ষে সৌরভ
সর্বশেষ খবর
হেফাজতের মহাসমাবেশে ব্ল্যাসফেমি আইনের দাবি মুফতি আব্বাসীর
হেফাজতের মহাসমাবেশে ব্ল্যাসফেমি আইনের দাবি মুফতি আব্বাসীর
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’