X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এগিয়ে থেকেও পয়েন্ট হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২১, ০৩:২৭আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৩:২৭

এই মৌসুমে বার্সেলোনার ‍রুগ্ন দশা। চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগাতেও সুবিধাজনক অবস্থানে নেই। রায়ো ভায়োকানোর কাছে হারের পর তো কোচ রোনাল্ড কোম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু তাতেও দুর্দশা কাটছে না কাতালানদের। লা লিগাতে ১১তম ম্যাচে এসে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করতে হয়েছে দেপোর্তিভো আলাভেসের সঙ্গে।

বার্সেলোনা ১১ ম্যাচে চতুর্থ ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে। সমান ম্যাচে আলাভেস প্রথম ড্রতে ১০ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে অবস্থান করছে।

ক্যাম্প ন্যুতে বার্সেলোনা বলের নিয়ন্ত্রণ রেখে আধিপত্য বিস্তার করে খেলেছে। আক্রমণও কম হয়নি। বলতে গেলে প্রতিপক্ষকে চাপে রেখেছে ম্যাচের অধিকাংশ সময়জুড়ে। কিন্তু একটির বেশি গোল পায়নি কাতালানরা।

মেমফিস-গ্যাভিরা মিলে চেষ্টা করেও প্রথমার্ধে ডেডলক ভাঙতে পারেননি।

ম্যাচ শুরুর ১৮ মিনিটে দিপাইয়ের কর্নার থেকে গার্সিয়ার হেড গোলকিপার সিভেরা ডান দিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন। একটু পর আগুয়েরোর শট দূরের পোস্ট দিয়ে যায়।

৩৮ মিনিটে বার্সেলোনার দুর্ভাগ্য। আগুয়েরো চোট পেয়ে মাঠ ছাড়েন। কৌতিনহো বদলি হিসেবে খেলেন।

৭ মিনিট পর মেমফিস দিপাইয়ের জোরালো শট বক্সের বাইরে থেকে গোলকিপার কোনমতে প্রতিহত করে দলকে ম্যাচে রাখেন।

তবে বিরতির পর আর পোস্ট অক্ষত রাখতে পারেননি সিভেরা।

৪৯ মিনিটে জর্দি আলবার পাসে মেমফিস দিপাই বক্সের বাইরে থেকে বা পায়ের জোরালো দৃষ্টিনন্দন শটে জাল কাঁপান।

তবে বার্সেলোনার লিড বেশিক্ষণ থাকেনি।

৫২ মিনিটে স্কোরলাইন ১-১ হয়। হোসেলুর পাসে রিয়োহা বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে ম্যাচে সমতা ফেরান। এরপর বার্সেলোনা আবারও চেষ্টা করতে থাকে। কিন্তু কিছুতেই প্রতিপক্ষের রক্ষণ ভেদ করা সম্ভব হয়নি।

৫৩ মিনিটে কৌতিনহোর বাঁ পায়ের শট গোলকিপার বাঁ হাত দিয়ে রুখে দিয়ে গোল হতে দেননি। ৬ মিনিট পর মেমফিসের ১০ গজ দূর থেকে নেওয়া শট পোস্টে লেগে প্রতিহত হয়।

পরের মিনিটে মেমফিসের শট গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হলে আরও হতাশ হতে হয় সমর্থকদের। একের পর এক আক্রমণ হেনেও জয়সূচক গোলের দেখা পাওয়া হয়নি বার্সেলোনার। এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

 

 

 

/টিএ/আইএ/
সম্পর্কিত
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সর্বশেষ খবর
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস