X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হিলিতে ৩০ টাকা হলেও ঢাকায় দ্বিগুণ পেঁয়াজের কেজি

হালিম আল রাজী, হিলি
৩১ অক্টোবর ২০২১, ১৮:৩৫আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৮:৪২

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ১০ টাকা। তবে হিলিতে কেজি ৩০ টাকায় নামলেও ঢাকায় বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। এর পেছনে ব্যবসায়ীদের অতি মুনাফার লোভকে দায়ী করছেন অনেকে।

হিলি বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, হঠাৎ করেই তিন সপ্তাহ আগে দুর্গাপূজার সময় বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে দাম বেড়ে যায়। একইভাবে ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় সেখানেও দাম বাড়ে। বাড়তি দামে আমদানির ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে। পূজার বন্ধের পর ভারত থেকে আমদানি হওয়ায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ে। সেই সঙ্গে দামও কিছুটা কমতে শুরু করে।

তিনি আরও বলেন, ভারতের পাশাপাশি মিয়ানমার থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানির ফলে দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এর ওপর দেশি পেঁয়াজেরও সরবরাহ রয়েছে পর্যাপ্ত। এর পর শীতকালীন দেশি নতুন পাতা পেঁয়াজ ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে আমদানিকৃত পেঁয়াজের চাহিদা কমায় এবং ক্রেতা সংকটের কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

পর্যাপ্ত পেঁয়াজ আমদানির ফলে দেশের বাজারে যথেষ্ট সরবরাহ রয়েছে

ব্যবসায়ী মাহফুজার রহমান বলেন, হিলি স্থলবন্দরে পাইকারিতে ৩০ টাকা বিক্রি হলেও ঢাকায় সেই পেঁয়াজ এখনও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এটা ঢাকার ব্যবসায়ীদের কারসাজি ছাড়া কিছুই নয়। তারা দেখে, বাজারে যদি একটু পেঁয়াজের চাহিদা বেশি হয়, জোগান কম থাকে, অযথা দাম বাড়িয়ে দেয়। এ কারণে খুচরা পর্যায়ে দাম আরও বেড়ে যাচ্ছে। হিলি থেকে পেঁয়াজ কিনে ঢাকা পর্যন্ত পৌঁছে খুচরা পর্যায়ে যেতে ৩-৪ হাত বদল হয়। এতে পরিবহন ও আড়ত খরচ মিলিয়ে ৩৭ থেকে ৩৮ টাকা হতে পারে। সেখানে না হয় ৪০ টাকা ধরলাম। এর বেশি হওয়ার কথা নয়।

হিলি স্থলবন্দরের আড়তে বগুড়া থেকে পেঁয়াজ কিনতে আসা পাইকার রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগে বন্দরে পেঁয়াজ কিনতে আসি। ওই সময় দাম ছিল কেজিপ্রতি ৩৮ থেকে ৪০ টাকা। এখন দাম কমে ৩০ টাকায় নেমেছে। খারাপ মানের পেঁয়াজ ২০ থেকে ২২ টাকায় পাওয়া যাচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গড়ে প্রতিদিন বন্দর দিয়ে ১০ থেকে ১৫ ট্রাক করে আমদানি হচ্ছে। শনিবার বন্দর দিয়ে ১৩টি ট্রাকে ৩৫৮ টন পেয়াজ আমদানি হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত