X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, খবর শুনেই অজ্ঞান হয়ে গেলেন তরুণী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ০১:২০আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গাউছিয়া এলাকায় ছুরিকাঘাতে নবকুমার সাহা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এই খবর শুনে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক তরুণী অজ্ঞান হয়ে পড়েন। তিনি নবকুমারের বন্ধু বলে জানান।

এর আগে অজ্ঞাত দুই ব্যক্তি গাউছিয়া থেকে গোলাকান্দাইলের আল রাজী হাসপাতালে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় নিয়ে এসে রেখে চলে যান। পরে অপর দুই ব্যক্তি সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

আল রাজী হাসপাতাল থেকে নবকুমারকে যে দুই জন ঢামেক হাসপাতালে নিয়ে আসেন, তাদের একজনের নাম তায়েফ। তিনি জানান, তারা আল রাজী হাসপাতালে ছিলেন। তখন আহত অবস্থায় নবকুমার তাদের একজনের হাত ধরে বলতে থাকেন, ‘আমাকে বাঁচান’। পরে তায়েফসহ দুই জন ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ১০টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আল রাজী হাসপাতালে রোগীর কোনও চিকিৎসা না দিয়ে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, রোগী আসার আগেই তাহমিনা নামে এক তরুণী রাজধানীর মহাখালী থেকে ঢামেক হাসপাতালে ছুটে আসেন। মেডিক্যাল টেকনোলজিস্ট তাহমিনা নবকুমারকে শনাক্ত করেন।

তাহমিনা বলেন, নবকুমার সাহার বাড়ি নরসিংদীর হাজীপুরে। বাবার নাম নারায়ণ। দুই ভাইয়ের মধ্যে নবকুমার বড়। তিনি গাউছিয়া এলাকায় একটি শোরুমে চাকরি করতেন। নবকুমার তার বন্ধু। নিহতের এক বন্ধুর মাধ্যমে সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন। মৃত্যুর খবরে তিনিও অজ্ঞান হয়ে পড়েন।

রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল বারেক জানান, ‘আমি সহযোগিতা করে ওই যুবককে গোলাকান্দাইল আল রাজী হাসপাতাল থেকে ঢামেকে পাঠিয়েছি। সোনারগাঁ থানার তালতলা পুলিশ ফাঁড়ির অধীনে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রূপগঞ্জ ও সোনারগাঁ থানাকে জানানো হয়েছে। নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। পেটে ছুরিকাঘাতের জখম রয়েছে। নবকুমারের হাতে গ্লাভস লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে মোটরসাইকেল ছিল। তিনি বলেন, কীভাবে কী ঘটেছিল তা সংশ্লিষ্ট থানা বলতে পারবে।

/এআইবি/এআরআর/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!