X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা বিরোধে গ্লাসগোতে যাচ্ছেন না এরদোয়ান

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ১৬:৪৯আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬:৪৯

স্কটল্যান্ডের গ্লাসগোতে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে (কপ-২৬) যাচ্ছেন না তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে আঙ্কারার প্রত্যাশিত নিরাপত্তা প্রটোকল দিতে ব্যর্থ হওয়ায় ওই সম্মেলনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। তুরস্কের দুই কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এর আগের পরিকল্পনা অনুযায়ী জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের কথা ছিল এরদোয়ানের। সে অনুযায়ী, সম্মেলনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে এরদোয়ানের বৈঠকের কর্মসূচিও নির্ধারণ করা হয়।

বাইডেনের সঙ্গে বৈঠকে বিশেষ করে যুক্তরাষ্ট্রে নির্মিত এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আলোচনার কথা ছিল এরদোয়ানের। অত্যাধুনিক ওই যুদ্ধবিমানের জন্য ওয়াশিংটনকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার পরিশোধও করে আঙ্কারা। তবে তুরস্ক রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় দেশটির কাছে এফ-৩৫ বিক্রি আটকে দেয় মার্কিন কংগ্রেস। সম্প্রতি এরদোয়ান জানান, এফ-৩৫-এর বদলে তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করতে চায় বাইডেন প্রশাসন। ফলে স্বভাবতই এরদোয়ান-বাইডেন বৈঠকে বিষয়টি অগ্রাধিকার পেতো। তবে তুর্কি প্রেসিডেন্ট জলবায়ু সম্মেলনে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে আসায় ওই বৈঠকও ভেস্তে গেলো। অবশ্য রবিবার জি-২০ সম্মেলনের সাইডলাইনে বৈঠকে মিলিত হয়েছেন দুই নেতা।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, রোমে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন থেকে গ্লাসগো যাওয়ার বদলে এরইমধ্যে দেশে ফিরেছেন এরদোয়ান। তবে সরকারিভাবে এর কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, জলবায়ু সম্মেলনে এরদোয়ানের অংশগ্রহণের ব্যাপারে প্রটোকলের সমস্যা ছিল। আরেকজন তুর্কি কর্মকর্তা জানান, ব্রিটিশ কর্তৃপক্ষ প্রটোকল ও নিরাপত্তা নিয়ে তুরস্কের অনুরোধ রক্ষা করেনি।

/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!