X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনে জয়ের ৫ দিন পর কারাগারে মেয়র

বগুড়া প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৬:৪৭আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬:৪৭

নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় বগুড়ার সোনাতলা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) রাতে তাকে ঢাকার মহাখালী থেকে গ্রেফতার করে।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, মেয়রকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ, এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়র জাহাঙ্গীর আলম নান্নু বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন। সোনাতলা পৌর নির্বাচনে তাকে নৌকার টিকিট দেওয়া হয়নি। ২ নভেম্বর হওয়া এ নির্বাচনে স্বাধীনতা যুদ্ধের সময় শান্তি বাহিনীর সভাপতি মৃত সামসুল হকের ছেলে শাহিদুল বারী রব্বানীকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়। জাহাঙ্গীর আলম নান্নু দ্বিতীয়বারের মতো বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হন।

বিদ্রোহী হওয়ায় তাকে নির্বাচনের আগের দিন ১ নভেম্বর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এবং তার ভাই সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন।

এদিকে, নির্বাচনের দিন সকালে কানুপুর কেন্দ্রে মেয়র নান্নুর ওপর হামলা চালানো হয়। এর জেরে পর দিন ৩ নভেম্বর দুপুরে সোনাতলার মাইক্রোবাস স্ট্যান্ডে মেয়র ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। সেখানে মেয়র নান্নুর কর্মীদের হামলায় সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটনসহ চার জন আহত হন। পাল্টা হামলায় নান্নুসহ তিন জন আহত হন। এ ঘটনায় পরাজিত মেয়র প্রার্থী শাহিদুল বারী রব্বানী পক্ষের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড সোনাতলায় থানায় মেয়র নান্নুকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করে ৫৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই ও তদন্তে পাওয়া তিন জনকে গ্রেফতার করে। মেয়র নান্নু নির্বাচনের ফলাফলের গেজেট তুলতে ঢাকার আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশনে যান।

ওসি রেজাউল করিম রেজা জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে হামলা মামলার প্রধান আসামি মেয়র নান্নুর অবস্থান নিশ্চিত হন। এরপর বগুড়া ডিবি ও সোনাতলা থানা পুলিশের একটি টিম রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার
মহাখালী এলাকা থেকে মেয়রকে গ্রেফতার করে। তাকে বগুড়া আনার পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ নিয়ে ছয় আসামিকে গ্রেফতার করা হলো। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। তবে
সেদিনের হামলার ঘটনায় মেয়র নান্নুর পক্ষে কোনও মামলা হয়নি।

গ্রেফতার প্রসঙ্গে মেয়র নান্নু পক্ষের লোকজন অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য ও তার ভাই উপজেলা চেয়ারম্যানকে খুশি করতেই এবং তাদের চাপের মুখে প্রশাসন নবনির্বাচিত মেয়রকে গ্রেফতার করে জেলে পাঠালো।

/এফআর/
সম্পর্কিত
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
সর্বশেষ খবর
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!