X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাস ভাড়া নিয়ে তর্ক করতে করতে অফিস যাচ্ছেন যাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২১, ১২:০৭আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭:১৮

আজ রবিবার থেকে রাজধানীতে ‘সিটিং সার্ভিস’ ও ‘ওয়েবিল সিস্টেম’ থাকছে না— সড়ক পরিবহন মালিক সমিতির এমন ঘোষণার পরে শুরু হয়েছে আরেক নৈরাজ্য। যারা গত সপ্তাহে বাসে ভাড়ার চার্ট ঝুলিয়েছিলেন, তারাও সেটি সরিয়ে নিয়েছেন। ‘ভাড়া বেড়েছে’ দাবি করে করে চাওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। আর অফিসগামী যাত্রীরা ভাড়া নিয়ে তর্ক করতে করতে যাচ্ছেন গন্তব্যে।

এ নিয়ে কথা হয় এস এম আশিকুজ্জামান নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, সিটিং-গেটলক সার্ভিস থাকবে না বলে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ’র ঘোষণার পর গাড়ি থেকে ভাড়ার চার্ট ‘নাই হয়ে যাবে’ এটা আগেই ধারণা করেছিলাম। আমি গত বৃহস্পতিবার চার্টের একটা ছবি তুলে মোবাইলে রেখে দিয়েছিলাম। আজ (রবিবার) বাসে উঠে দেখি- ঠিকই গাড়িতে ভাড়ার চার্ট নেই। হেলপার শ্যাওড়াপাড়া থেকে সুপ্রিম কোর্ট ভাড়া চাইলো ৩৫ টাকা। অথচ চার্ট অনুযায়ী ভাড়া ২৪ টাকা।

অতিরিক্ত ভাড়া চাওয়ায় ভাড়া দিতে চাননি এই যাত্রী। তিনি হেলপারকে পাল্টা বলেন, শাহবাগে পৌঁছে পুলিশ সার্জেন্টকে ডেকে ভাড়া দিবো। পরে তাদের ওয়েবিলের কাগজের পেছনে ‘লুকিয়ে রাখা’ একটা ভাড়ার চার্ট এনে দেন হেলপার। আশিকুজ্জামান বলেন, ‘আমি তাকে দেখালাম যে কাজীপাড়ার পর থেকে প্রেসক্লাব পর্যন্ত ভাড়া ২৪ টাকা। এরপর হেলপার বললো, আচ্ছা দেন। আমি তাকে ২৫ টাকা দিলাম। এবার বাসের অন্য যাত্রী যারা এতক্ষণ না বুঝতে পেরে ৫-৯ টাকা বেশি দিয়েছেন তারা তর্ক করে বাড়তি টাকা ফেরত নিলেন।’

রাজধানীতে সিটিং সার্ভিস ও ওয়েবিলের নামে করা হয়েছিল নিজস্ব নিয়ম (ফাইল ছবি)

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর পর থেকে অধিকাংশ বাসে প্রায়শই এমন ঘটনা ঘটছে। সকালেই কথা হয় সামিউল ইসলাম নামে আরেকজনের সঙ্গে। তিনি বাস থেকে রাগ করে নেমে চায়ের দোকানে বসে ক্ষোভ প্রকাশ করছিলেন। কারণ জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষ, ৫-১০ টাকাও আমাদের জন্য অনেক। কাজে বের হয়ে সকাল বেলা যদি তিক্ত অভিজ্ঞতা নিয়ে দিন শুরু করি তাহলে সারাদিনের কোনও কাজই ভালোভাবে হবে না।’

‘বাসে যাত্রীরা উঠবেন, নির্ধারিত ভাড়া দেবেন, গন্তব্যে নেমে যাবেন— অথচ সবসময়ই পরস্পরকে কটু কথা বলে হাতাহাতি করে চলাচল করা কোন সভ্য সমাজের নিয়ম হতে পারে না উল্লেখ করে লাবনী আখতার বলেন, যারা পরিবর্তন আনতে সমাজে সহায়ক ভূমিকা রাখতে পারে তারা নিজের গাড়ি ব্যবহার করায় নীতিনির্ধারকরা তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে নেয়। এই যে টিভিতে দেখলাম ভাড়া চার্ট থাকবে। কোথাও সেটা দেখতে পেলাম না।

এদিকে রাজধানীতে ‘সিটিং সার্ভিস’ বন্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল থেকে বিআরটিএ’র আটটি এবং জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ বলেণ, রবিবার (১৪ নভেম্বর) থেকে সিটিং-গেটলক সার্ভিস বন্ধ থাকবে। এ নির্দেশনা না মানলে বাসের লাইসেন্স ও রুট পারমিট বাতিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া বাস মালিকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফুট সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ‘ওভার স্পিড’ মামলা
সড়কে অসুস্থ হয়ে আনসার সদস্যের মৃত্যু
বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনও ‘নিরাপত্তা ঝুঁকি’ দেখছে না ডিএমপি
সর্বশেষ খবর
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
আমাদের বিশ্ব জয়ের স্বপ্ন সারথির ফেরা
আমাদের বিশ্ব জয়ের স্বপ্ন সারথির ফেরা
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের বাঁক পরিবর্তনের অধ্যায়
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের বাঁক পরিবর্তনের অধ্যায়
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প