X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

একটি টিকিটের আশায়...

রবিউল ইসলাম
১৮ নভেম্বর ২০২১, ১৮:৩৩আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৯:৫৯

টিকিট চাই, টিকিট...। আপাতত এটাই মিরপুর এলাকার স্লোগান! টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে, তাতে থোরাই কেয়ার ক্রিকেট-ভক্তদের। মাঠে বসে প্রিয় দলের জন্য গলা ফাটানো চিৎকারে গ্যালারি মুখর করে তুলতে তর সইছে না যেন। কিন্তু সেজন্য টিকিট তো পাওয়া চাই!

শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। সময়ের হিসাবে ৬১৮ দিন পর মাঠে বসে খেলা দেখার সুযোগ এসেছে। তাই হুমড়ি খেয়ে পড়েছেন সমর্থকরা। শুধু ঢাকার দর্শকরাই নয়, সাতক্ষীরা-সিলেট-চট্টগ্রাম-কুষ্টিয়া থেকেও ক্রিকেটপ্রেমীরা জড়ো হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথে। সকাল ১০টা থেকে টিকিট বিক্রয় শুরু হলেও ভোর ৬টা থেকেই লাইনে দাঁড়ানো শুরু টিকিট প্রত্যাশীদের। কিন্তু করোনাভাইরাসের কারণে আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক মাঠে খেলা দেখতে পারবেন বলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট হয়ে উঠেছে সোনার হরিণ!

একটি টিকিটের আশায়... ২০১৯ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ গ্যালারিতে বসে বাংলাদেশের খেলা দেখতে পেয়েছিলেন দর্শকরা। দীর্ঘদিন পর আবার সেই সুযোগে মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও একটুকু প্রভাব ফেলেনি তাদের মনে। বরং ভোর থেকে বুথের লাইনে দাঁড়িয়ে কষ্ট করেছেন সবাই শুধু প্রিয় দলকে সাপোর্ট করতে। কোভিড সার্টিফিকেট থাকার শর্তে স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ মিলবে দর্শকদের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৬ হাজার হলেও ৫০ শতাংশ দর্শক মাঠে ঢোকার সুযোগ পাবেন।

শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথে ১২ হাজার টিকিট ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একজন দর্শক সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। ছেলেদের জন্য দুটি লাইন এবং মেয়েদের জন্য একটি লাইন করা হয়। বুথের আশপাশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকায় টিকিট কিনতে আসা দর্শকদের মাঝে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু মহিলাকে একাধিকবার লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে দেখা গেছে। লাইনে এমনও অনেকে দাঁড়িয়েছেন, যারা জানেনও না কীসের লাইন এটি!

একটি টিকিটের আশায়... জামিলা নামের এক নারী এক শিশুকে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন। কখন ম্যাচ, কবে ম্যাচ, তিনি জানেন না। তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘ম্যাচের টিকিট বেচে এহানে, তাই খাড়াইছি। আমাগো কী ম্যাচ দেখতে ইচ্ছা করে না!’

জামিলার মতো অনেকে কালোবাজারিতে থাকলেও ক্রিকেটকে ভালোবাসেন এমন অনেক দর্শকই একটি টিকিটের আশায় লাইনে দাঁড়িয়ে ছিলেন ঘণ্টার পর ঘণ্টা। সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর ১টাতেও বুথের কাছাকাছি পৌঁছাতে পারেননি রাকিব আহমেদ নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। অনেক দিন পর মিরপুরে গলা ফাটাতে পারবেন সেই আনন্দে তার এই কষ্ট কিছুই না। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমি সকাল ৮টা থেকে দাঁড়িয়েছি। কিছুটা এগোলেও এখনও অনেক দূরে আছি। জানি না টিকিট পাবো কিনা। সামনে থেকে হুটহাট লোকজন ঢুকে যাচ্ছে। দেখা যাক কী হয়।’

একটি টিকিটের আশায়... বিশ্বকাপ ব্যর্থতার ক্ষত না শুকাতেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ। তারপরও ক্রিকেট নিয়ে দর্শকদের উন্মাদনার কমতি নেই। টিকিট কিনতে আসা রাতুল নামের একজন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের ক্রিকেট ভালোবাসি। এতদিন তো আর সমর্থন দিতে পারিনি। এবার সুযোগ এসেছে, মাঠে গিয়ে সমর্থন দেবো। আশা করি, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ভালো করবে।’

এক দম্পতি তার শিশুকে নিয়ে টিকিট কাটতে এসেছেন। পুলিশের সাহায্য নিয়ে নারীদের লাইন থেকে দুটি টিকিট কিনে বিশ্বজয়ের আনন্দে মাতলেন যেন। সোহেল নামের এই ব্যবসায়ী বললেন, ‘আমি কোনও সিরিজই মিস করি না। বিয়ের আগে বন্ধুদের নিয়ে ম্যাচ দেখেছি। এবার বউসহ ম্যাচ দেখবো। বাংলাদেশ দলকে সাপোর্ট করবো, এই জন্যই এত কষ্ট করলাম। টিকিট পেয়ে ভালো লাগছে।’

একটি টিকিটের আশায়... পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এছাড়া লিটন দাস ও সৌম্য সরকারকেও বাদ দেওয়া হয়েছে। দর্শকরা মনে করেন, লিটন-সৌম্যকে বাদ দিলেও মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে এই সিরিজে সুযোগ দেওয়ার দরকার ছিল। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পাঁচ শিক্ষার্থী শুক্রবারের ম্যাচের টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। তারা বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের অনেক পরিবর্তন দরকার। নতুন করে যেটা হয়েছে খুব ভালো। কিন্তু মুশফিককে রাখা দরকার ছিল। উনি অভিজ্ঞ ক্রিকেটার, পাকিস্তানের মতো দলের বিপক্ষে আমাদের এমন খেলোয়াড় দরকার ছিল।’

একটি টিকিটের আশায়... সাতক্ষীরা থেকে বৃহস্পতিবার সকালে মিরপুরে পৌঁছান সজল নামের এক শিক্ষার্থী। মিরপুরে বড় ভাই থাকেন। তার বাসায় থেকে শুক্রবার ম্যাচ দেখবেন, এই কারণেই টিকিট বুথের লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু লম্বা লাইন দেখে কিছুটা দুশ্চিন্তায় সজল, ‘অনেক কষ্ট করে এসেছি। শুক্রবার ম্যাচ দেখতে পারবো কিনা নিশ্চিত নই। তবু অপেক্ষা করি, দেখা যাক।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত করেছে বিসিবি। এমন সুযোগ হাতছাড়া করতে রাজি নন ক্রিকেটপ্রেমীরা। তাই তো একটি টিকিটের আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতেও আপত্তি নেই!

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু: অধিকতর প্রতিবেদনের নতুন তারিখ
বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু: অধিকতর প্রতিবেদনের নতুন তারিখ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক