X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে ৩ মন্দিরের প্রতিমা ভাঙচুর, সদস্য প্রার্থীসহ আটক ২

পঞ্চগড় প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ২১:২১আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২২:০২

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে তিনটি কালি মন্দিরের ১০টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) গভীর রাতে প্রতিমাগুলো ভাঙচুর করা হয়। এ ঘটনায় শুক্রবার (১৯ নভেম্বর) এক ইউপি সদস্য প্রার্থীসহ দুজনকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শক্তি চন্দ্র পাল ও সনাতন চন্দ্র পাল। শক্তি চন্দ্র পাল আলোয়াখোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও আসন্ন তৃতীয় ধাপের নির্বাচনে সদস্য প্রার্থী।

খবর পেয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিআইডির ক্রাইম ইউনিটসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আলোয়াখোয়া ইউনিয়নের বহুবাঁধ শ্মশান, দোমুরকী-ঝাকুয়াপাড়া এবং ঠাকুরপাড়া পুরানপাড়া কালিমন্দিরে গভীর রাতে প্রতিমা ভাঙচুর করা হয়। সকালে হিন্দু ধর্মাবলম্বীরা পূজার জন্য মন্দিরে গেলে প্রতিমাগুলোর ভাঙা অংশ মাটিতে পড়ে থাকতে দেখে। এ অবস্থা দেখে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে আটক করে।

এই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দয়াল চন্দ্র রায়ের দাবি, ‘শক্তি চন্দ্র পাল হিন্দু ভোটারদের সমর্থন আদায়ের জন্য মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এখানে আমরা হিন্দু-মুসলিম মিলেমিশে বসবাস করছি। এটা হিন্দু ধর্মের জন্য লজ্জার।’

ওই এলাকার বিপ্লব রায়, বিষ্ণু রায়, অনিমেষ বলেন, ‘মূলহোতার বিরুদ্ধে প্রশাসন তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন এমনটি আশা করছি। এ বিষয়ে ছাড় দেওয়া ঠিক হবে না।’

পঞ্চগড় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় বলেন, ‘স্থানীয় নির্বাচনে প্রভাব খাটানোর জন্য প্রতিমা ভাঙচুর করা হয়েছে।’ এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। 

আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার রায় বলেন, ‘সকালে আলোয়াখোয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা আমাকে খবর দেয় প্রতিমা ভাঙচুর হয়েছে। আমি তাৎক্ষণিক ওই এলাকা পরিদর্শন করেছি। তবে কেন ভাঙচুর হয়েছে এখনই বলা যাচ্ছে না।’

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, রাতে দুষ্কৃতকারীরা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনাটি তদন্তের বিষয়। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে- কে, কারা এবং কেন ভাঙচুর চালিয়েছে। আশা করছি শিগগিরই এর রহস্য উদঘাটন হবে।’

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘নির্বাচনকে ঘিরেই এই ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করছি। আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। আমরা সজাগ রয়েছি।’

আলোয়াখোয়া ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে শক্তি চন্দ্র পাল টিউবওয়েল এবং মো. শাহজাহান আলী তালা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৮ নভেম্বর আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে ভোট হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
জিম্মিদশার দুর্বিষহ দিনগুলোর কথা জানালেন এমভি আবদুল্লাহর নাবিক
দুবাই পৌঁছেছে এমভি আবদুল্লাহ
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা