X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

স্বৈরাচারী সরকার বিদায়ে জীবন দিতে প্রস্তুত: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ১৭:৩২আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৮:১১

গণবিস্ফোরণ ছাড়া এই স্বৈরাচারী সরকার যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, স্বৈরাচারী সরকারকে বিদায় করতে প্রয়োজনে আমি জীবন দিতে প্রস্তুত।

শনিবার (২০ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জেএসডি ঢাকা মহানগর আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা এ সমাবেশে রব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আর কত ভর্তুকি দেবো। ভর্তুকি কি আপনাদের টাকায় দিয়েছেন? ভর্তুকি দিচ্ছেন জনগণের টাকায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণকে জিম্মি করে, ভাড়া বৃদ্ধি করে যে টাকা আদায় করছেন, সেটি করতে দেওয়া হবে না। আপনারা রাষ্ট্রের পক্ষ থেকে ভর্তুকি দেবেন। রাষ্ট্রের সবকিছুর মালিক জনগণ।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা জনগণের ওপর যে অত্যাচার-নির্যাতন করেছেন তার সব কিছুরই শেষ আছে। বিনা ভোটে দীর্ঘদিন সরকার কায়েম করে আছেন। জনগণের কাছে আপনাদের কোনও জবাবদিহি নেই।

তিনি বলেন, সবকিছুর শেষ আছে। আপনাদেরও যেতে হবে। তবে কীভাবে যাবেন, সেটি ভাবলে আমাদের গা শিউরে ওঠে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা শতাধিক লোককে খুন করেছেন। সেখানে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে—অস্ত্রগুলো এলো কোথা থেকে? মানুষের মৃত্যুতে এই সরকারের সামান্যতম সহানুভূতি সৃষ্টি হয় না। কারণ, তারা রাতের বেলায় ভোট ডাকাতি করে এসেছে।

বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই স্বৈরাচারী সরকারকে বিদায় দেওয়ার জন্য আমাদের কিছু লোককে জীবন দিতেই হবে। এটার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সমাবেশে দলের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ