X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বড়দিনের প্যারেডে ঢুকে পড়লো গাড়ি, হতাহত ৪৫

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২১, ১৩:১২আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩:১৬

যুক্তরাষ্ট্রে বড়দিনের একটি প্যারেডের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় উইসকনসিনের ওয়াউকেশা-তে এ ঘটনা ঘটে। এতে ৪৫ জন হতাহত হয়েছে। এর মধ্যে পাঁচ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এদিন ওয়াউকেশা-তে ক্রিসমাসের প্যারেডে লোকজন আনন্দে মেতে উঠেছিল। এক পর্যায়ে একটি লাল এসইউভি গাড়ি পার হওয়ার জন্য হর্ন দিচ্ছিল। পরে গাড়িটি প্যারেডের মধ্যে তুলে দেওয়া হলে হতাহতের ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে প্যারেডে গাড়ি ঢুকে পড়া ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।

আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয় পুলিশ প্রধান ডেনিয়েল থমসন। তবে পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত নিহতদের নাম, পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট জো বাইডেনকেও এদিনের ঘটনা অবহিত করা হয়েছে।

প্যারেডে ঢুকে পড়া গাড়িটি এরইমধ্যে শনাক্ত করতে সমর্থ হয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আক্রান্ত এলাকাটিকে নিরাপদ ঘোষণা করা হয়েছে। তারপরও সোমবার ওয়াকেশায় সব সরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিনের ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক হিসেবে আখ্যায়িত করেছেন শহরের মেয়র শন রেলি।

এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রধান ডেনিয়েল থমসন জানান, তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এতে সাহায্য করছে এফবিআই।

/এমপি/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ