X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভাড়া বেড়েছে ১৭ শতাংশ, সপ্তাহে ৩ দিন সেন্টমার্টিন যাবে এমভি বে-ওয়ান

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
২৫ নভেম্বর ২০২১, ১৮:৪৬আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২০:১৭

চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে আবারও আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের অন্যতম প্রমোদতরী এমভি বে-ওয়ান ক্রুজ। ১১৩ যাত্রী নিয়ে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে। তবে আগের চেয়ে জাহাজ ভাড়া ১৭ শতাংশ বাড়ানো হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে এসব তথ্য জানিয়েছেন জাহাজটির মালিক কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ। চলতি শীত মৌসুমে জাহাজটি সেন্টমার্টিন রুটে নিয়মিত চলাচল করবে বলেও তিনি জানান।

এম এ রশিদ বলেন, গত বছরের ডিসেম্বর মাস থেকে এমভি বে-ওয়ান ক্রুজ জাহাজটি চট্টগ্রাম সেন্টমার্টিন রুটে পর্যটন সেবা দিয়ে আসছে। শুরুতে বে-ওয়ান ব্যাপক সাড়া জাগালেও করোনা মহামারির কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয়নি। এবার আমরা আরও আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করেছি। আজ ১১৩ যাত্রী নিয়ে জাহাজটি সেন্টমার্টিন যাবে। এরপর ২ ডিসেম্বর থেকে এই রুটে নিময়মিত চলাচল করবে। সপ্তাহে তিন দিন চট্টগ্রাম থেকে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে।

১৭ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, জাহাজটি চলাচল শুরুর প্রাক্কালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় আমাদের হিসাব-নিকাশ এলোমেলো হয়ে যায়। বিলাসবহুল আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত জাহাজের একদিনের জ্বালানি ২১ লাখ টাকার ওপরে খরচ হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সমন্বয় করতে সব ধরনের পরিবহন এবং আমদানি-রফতানি খাতে ১৫ থেকে ২৫ শতাংশ মূল্যবৃদ্ধি করতে হয়েছে। ওসব খাতের সঙ্গে সমন্বয় করে পর্যটন সেক্টরে মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে আমাদের ভাড়া বাড়াতে হয়েছে। যা এই খাতে সর্বনিম্ন। পরিবহন সংশ্লিষ্ট অন্যান্য খাতের সঙ্গে মিল রেখে জাহাজের টিকিট মূল্য ১৭ শতাংশ বাড়ানো হয়েছে।

জাপানের কোবেই শহরের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি বে-ওয়ান ক্রুজশিপটির দৈর্ঘ্য ৪০০ ফুট, প্রস্থ ৫৫ ফুট ও ১৮ ফুট ড্রাফট রয়েছে। এটির গড় গতি ঘণ্টায় ১৬ দশমিক এক নটিক্যাল মাইল এবং সর্বোচ্চ গড় গতি ঘণ্টায় ২৪ নটিক্যাল মাইল। তবে বাংলাদেশের উপকূলীয় সমুদ্রপথে এই জাহাজ প্রতিঘণ্টায় গড়ে ১৮-২০ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম।

কর্ণফুলী শিপ বিল্ডার্স সূত্রে জানা যায়, জাহাজে প্রেসিডেন্সিয়াল সুইট, সুইমিংপুল, কনফারেন্স হল, আন্তর্জাতিকমানের রেস্টুরেন্ট, ড্যান্সবার, বাংকার বেড কেবিন, টুইন বেড কেবিনসহ নানা রকম আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত আড়াই হাজার আসন রয়েছে। জাহাজটি সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গা থেকে রাত ১১টায় ছেড়ে পরদিন সকাল ৭টায় সেন্টমার্টিন পৌঁছায়। শুক্রবার সেন্টমার্টিন অবস্থান করে শনিবার বেলা ১১টায় পতেঙ্গার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা সাড়ে ৭টায় পৌঁছায়। এরপর সপ্তাহের সোম ও বুধবার জাহাজটি পতেঙ্গা ও সেন্টমার্টিনের মধ্যে যাতায়াত করবে। সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার জাহাজটি সেন্টমার্টিন অবস্থান করবে। 

প্রসঙ্গত, আগে এমভি বে-ওয়ানের টিকিটের মূল্য ছিল সর্বনিম্ন তিন হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। এর সঙ্গে নতুন করে ১৭ শতাংশ বর্ধিত ভাড়া যোগ হবে।

/এএম/
সম্পর্কিত
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
বিএসসির বহরে যুক্ত হচ্ছে নতুন দুটি জাহাজ, দরপত্র আহ্বান
মোংলা বন্দরের পশুর নদীর চরে ডুবে গেছে কার্গো জাহাজ
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন