X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নৌকার প্রার্থী বললেন ‘আমি প্রিসাইডিংয়ের বাপ’ 

ব্রাহ্মণবাড়িয়া অফিস
২৮ নভেম্বর ২০২১, ১৩:৫০আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৩:৫০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের একটি কেন্দ্রে প্রকাশ্যে সিল মারতে না দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তাকে নৌকার প্রার্থী হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  

স্থানীয়রা জানান, রবিবার (২৮ নভেম্বর) সকালে লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আসেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগর। এসেই তিনি চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট নেওয়ার জন্য কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়েরকে চাপ দেন। পরে পুলিশ এসে আওয়ামী লীগ প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থী এসে ওপেন ভোট নেওয়ার জন্য আমাকে চাপ দেন। আমি রাজি না হয়ে গোপন কক্ষে ভোট দেওয়ার কথা বললে তিনি হুমকি দেন। বলেন, আমি প্রিসাইডিংয়ের বাপ।’

তবে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান সওদাগর বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্রে ঝামেলা হচ্ছিলো, আমি থামাতে গিয়েছিলাম। বাকি যে অভিযোগগুলো হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত।

লাউর ফতেহপুর ইউনিয়ন নির্বাচনে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘প্রিসাইডিং অফিসারের ফোন পেয়ে কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন ওই কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হচ্ছে।’ কাউকে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী