X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

হারের পর আবার নির্বাচনের দাবি নায়ক সাইমনের বাবার

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৬:১২আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৯:২৯

বাবাকে জেতাতে নির্বাচনি প্রচারে নেমেছিলেন চলচ্চিত্র নায়ক সাইমন সাদিক। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে কখনও ভোট চেয়েছেন, আবার কখনও মাইক্রোফোন হাতে পথসভায় বক্তৃতা করেছেন। বাবাকে বিজয়ী করতে সাইমন দিন-রাত পরিশ্রম করেছেন নির্বাচনের মাঠে। তবে নির্বাচনে বাবার বিজয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী থাকলেও ফল অনুকূলে আসেনি। রবিবার (২৮ নভেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাইমনের বাবা সাদেকুর রহমান চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে গেছেন।

সাইমনের বাবা সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এই নির্বাচনে প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছি। ব্যাপক কারচুপি হয়েছে এই নির্বাচনে। ভোট চলাকালে বিভিন্ন গুজবও রটিয়েছে প্রতিপক্ষ। আমি ইউএনও বরাবর দুটি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেছি। এই দুটি কেন্দ্রে আবার নির্বাচন হলে আমি অবশ্যই জয়লাভ করবো।’

এ নির্বাচনে সাদেকুর রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৭০ ভোট। এই ইউনিয়নে লাঙ্গল প্রতীক নিয়ে সাত হাজার ২৮১ ভোট পেয়ে জয়লাভ করেছেন জাতীয় পার্টি থেকে মনোনীত লিয়াকত আলী।

২৮ নভেম্বর রাতে ফল প্রকাশের পর উপজেলা পরিষদের সামনে অবরোধ করেন নৌকার সমর্থকরা। সেখানে সাইমনকে মাইকে বক্তৃতা দিতেও দেখা যায়। সাইমন বলেন, ‘৩ নম্বর কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে এবং ৮ নম্বর কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার নৌকার ব্যালট ছিঁড়ে ফেলে দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে।’ পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

বাবার নির্বাচনি প্রচারের জন্য সাইমন নিজে ‘বায়া দে’ শিরোনামে একটি গানও লিখেছিলেন। গানে কণ্ঠ দিয়েছেন ও সুর করেছেন তারই বন্ধু শাহরিয়ার রাফাত। নির্বাচনি প্রচারণায় এই গান মাইকে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি
সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ