X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৪ বছর পর হিলি দিয়ে কয়লা আমদানি শুরু

হিলি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৮:৫৭আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৮:৫৭

দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) ভারত থেকে তিনটি ট্রাকে ৭২ টন কয়লা আসে।

বন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান ওমর আলী কয়লা আমদানি করে। ভারতের মেগা এক্সপোর্ট নামের একটি রফতানিকারক প্রতিষ্ঠান এসব কয়লা রফতানি করেছে।ভারতের কালিগঞ্জ থেকে একশো ডলার মূল্যে প্রতিটন কয়লা আমদানি করা হচ্ছে।

কয়লা আমদানিকারক রনি খান বাংলা ট্রিবিউনকে জানান, নানা জটিলতায় দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি বন্ধ ছিল। দেশের বাজারে কয়লার চাহিদা মেটানো হয় ইন্দোনেশিয়া থেকে আমদানির মাধ্যমে। এ ছাড়া বড়পুকুরিয়া কয়লা খনির কয়লার ভূমিকাও রয়েছে। কিন্তু ইন্দোনেশিয়া নতুন করে কয়লার এলসি গ্রহণ না করায় দেশটি থেকে আমদানি বন্ধ রয়েছে। দেশের বাজারে চাহিদা থাকায় আবারও কয়লা আমদানি করা হচ্ছে। 

হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, সর্বশেষ ২০১৭ সালে বন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি হয়েছিল। এরপর থেকে বন্দর দিয়ে কয়লা আমদানি বন্ধ ছিল।  কয়লা আমদানিতে ২৫ শতাংশ শুল্ক রয়েছে। ইতোমধ্যে আমদানিকৃত কয়লা খালাস নেওয়ার জন্য সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি সাবমিট করেছেন। কয়লার আমদানি মূল্য ঘোষনা করা হয়েছে একশো ডলার। এ বিষয়ে অন্য বন্দর থেকে রেফারেন্স মূল্য নিয়ে কয়লা শুল্কায়ন করে খালাস দেওয়া হবে।

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, অন্যান্য পণ্যের পাশাপাশি নতুন করে কয়লা আমদানির ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। কয়লা যাতে দ্রুত খালাস করে প্রয়োজন মোতাবেক আমদানিকারকরা নিয়ে যেতে পারেন, সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
প্রথমবার পণ্য নিয়ে বাংলাদেশে ভারতের নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!