X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কানাডা প্রবাসী ক্যাপ্টেন ইশারাত আহমেদের হদিস পায়নি বিমান কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৯:১৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২১:৪২

কানাডা প্রবাসী বিমানের ক্যাপ্টেন (অব.) ইশারাত আহমেদকে খুঁজে পাচ্ছে না বিমান কর্তৃপক্ষ। সংসদীয় কমিটির পক্ষ থেকে বিমানের এই সাবেক কর্মকর্তার ঠিকানা জোগাড় করতে বলা হলেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তার হদিস দিতে পারেনি।

বুধবার (১ ডিসেম্বর)  সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিসরীয় বিমান ভাড়ার বিষয়ে সংঘটিত অনিয়ম তদন্তে গঠিত সংসদীয় সাব-কমিটির প্রতিবেদনের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিমানের বেশ কয়েকজন কর্মকর্তাকে ডেকে সাক্ষ্য নেয় সংসদীয় কমিটি। এর একপর্যায় বাংলাদেশ বিমানের কর্মকর্তা তানজিবুল আলম ও বিমানের সাবেক কর্মকর্তা ক্যাপ্টেন ইশারাত আহমেদের নামও উঠে আসে। যার কারণে সংসদীয় কমিটির আগের বৈঠকে কমিটির সভাপতি উবায়দুল মোক্তাদির তানজিবুল আলমকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি কানাডায় বসবাসকারী ক্যাপ্টেন ইশারাতের ঠিকানা কমিটিকে সরবরাহ করার ‍পরামর্শ দেন। পরে এই বিষয়টি কমিটি সুপারিশ করে। এর প্রেক্ষাপটে বুধবারের বৈঠকে অগ্রগতি প্রতিবেদন দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমান কর্তৃপক্ষের উদ্বৃতি দিয়ে কমিটিকে বলা হয়েছে, অনেক চেষ্টা করেও কানাডায় বসবাসরত ক্যাপ্টেন ইশারাত আহমেদ (পি-৩৪৩২৭, ক্যাপ্টেন বি-৭৭৭ অব.)-এর কানাডায় অবস্থানের ঠিকানা পাওয়া যায়নি।

বৈঠকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি কক্সবাজার বিমানবন্দরের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে সুপারিশ করেছে। এছাড়া বৈঠকে পর্যটন খাতকে বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় দর্শনীয় স্থানগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা (প্রস্তাবনা) প্রণয়নের জন্য চার সদস্যবিশিষ্ট সাব-কমিটি গঠন করা হয়।

সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আশেক উল্লাহ রফিক আহমদ অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!