X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কালি বাড়ির সিসিটিভির হার্ডডিস্ক চুরি, সন্দেহের চোখ যেদিকে

নাটোর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ২৩:০২আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২৩:০৫

নাটোরের সদর উপজেলার প্রায় ৩০০ বছরের পুরোনো ঐতিহাসিক ভাটোদাঁড়া কালি বাড়ির সিসিটিভির হার্ডডিস্ক চুরি করেছে দুর্বৃত্তরা। তবে পাশে থাকা সব সামগ্রী যথাস্থানে রয়েছে।

ওই ঘটনার সময় কালি বাড়ি চত্বরে কোনও পাহারাদার ছিল না। পুলিশের ধারনা, ওই হার্ডডিস্কে রেকর্ড হওয়া কোনও বিষয় আয়ত্তে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে।

কালি বাড়ি কমিটির সহ-সভাপতি গণেশ ভট্টাচার্য জানান, প্রতিদিনের মতো সকালে হাততে বের হয়ে তিনি কালি বাড়িতে প্রবেশ করেন। এ সময় কালি ঘরের তালা ভাঙা ও পরে সিসিটিভি হার্ডডিস্ক খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন।

কালি বাড়ি কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ জানান, কালি বাড়ির পেছনের দেয়াল টপকে দুর্বৃত্ত কালি বাড়ি চত্বরে প্রবেশ করে। এ সময় পেছনের কাঠের দরজা ও তালা ছাড়াও কালি ঘরের গ্রিলের তালা ভেঙে প্রবেশ করে। সিসিটিভি হার্ডডিস্ক ছাড়া অন্য কিছু খোয়া যাওয়ার তথ্য তিনি পাননি।

সদর থানার ওসি মুনসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সিসিটিভি ফুটেজে এমন কিছু রেকর্ড ছিল যার সঙ্গে কারো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত। ওটা নিয়ন্ত্রণে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। ওই দুর্বৃত্তকে ধরতে পুলিশ কাজ করছে। সরকারি নির্দেশনা মেনে কালি বাড়িতে পাহারার ব্যবস্থা করতে কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন অধিবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কয়েকদিন আগে ওই কালিবাড়িতে কালি পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় এক জনপ্রতিনিধি সঙ্গীয় লোকজনসহ কালি বাড়ি চত্বরে এসে কিছু বক্তব্য দেন। ওই বক্তব্য নিয়ে কয়েকদিন থেকেই আলোচনা-সমালোচনা চলছিল। ঘটনাকে কেন্দ্র করে সিসিটিভির হার্ডডিস্ক চুরির ঘটনা ঘটতে পারে।’

/এফআর/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!