X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তালই ডাকায় বর-কনে পক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের বিয়েকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (৫ ডিসেম্বর) সকালে দুই উপজেলার করিমপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- স্বপন বিশ্বাস (২৭), রাজন বিশ্বাস (২৫), লালমোহন বিশ্বাস (৬৫), জিতেশ বিশ্বাস (৩৫), দেবেন্দ্র বিশ্বাস (৪০), নিরঞ্জন বিশ্বাস (৪৫), হিরণ বিশ্বাস (৩০), রেনু বিশ্বাস (৪৪), সাজন বিশ্বাস (২২), ধরণী বিশ্বাস (৮০), বনমালী দেবনাথ (৩৪), বিপুল দেবনাথ (২৮), রবীন্দ্র দেবনাথ (৪০), প্রদীপ দেবনাথ (৩০), রুহিনী দেবনাথ (৬০), রেখা দেবনাথ (৩৫), ঝন্টু দেবনাথ (৩৫) ও বাবুল দেবনাথ (৩২)।

জানা গেছে, উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামের রাজন বিশ্বাসের সঙ্গে একই গ্রামের এক তরুণীর দীর্ঘ এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এক বছরের প্রেমের পর পরিবারের সম্মতি না পেয়ে পালিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করেন তারা। দুজন দুই বংশের হওয়ায় কনের পরিবার বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে কনের পরিবার রাজন ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি মামলা করে। আজ সকালে দুই পরিবারের দ্বন্দ্ব সালিশে মীমাংসার জন্য রাজনের ভাই কনের বাড়িতে গেলে ‘তালই’ (ভাইয়ের শ্বশুর) ডাকা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কনে ও বর পক্ষের লোকজন একে অন্যের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে এবং সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হন। 

বর পক্ষের অভিযোগ, দুই বংশের দ্বন্দ্ব ও পালিয়ে বিয়ে করার জন্য এ ঘটনা ঘটেছে। কনে পক্ষের আহত সাজন দেবনাথ বিয়ে নিয়ে দ্বন্দ্বের কথা স্বীকার করেন।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসেন বলেন, ‘যাদের হাড় ভেঙেছে তাদের সিলেট পাঠানো হয়েছে। বাকিরা দিরাইয়ে চিকিৎসা নিচ্ছেন।’

দিরাই থানার ওসি আকরাম আলী জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা হয়েছে। কোনও পক্ষ মামলা করেনি।

/এফআর/
সম্পর্কিত
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
ফেসবুকে পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!