X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফখরুল বললেন ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন ডা. মুরাদ, যুবদল নেতার প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৩৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৯:৫৮

সোমবার (৬ ডিসেম্বর)  দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘স্বৈরাচারের পতন ও গণতন্ত্র দিবস’ উপলক্ষে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে জানান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ ছাত্রদল করতেন। তার বক্তব্যের পর দর্শক সারি থেকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মওলা শাহীনসহ কয়েকজন প্রতিবাদ জানান। এরপর মহাসচিব তাকে উদ্দেশ করে বলেন, ‘ইউ ডোন্ট নো, তুমি জানো না। আমি জেনে বলছি।’

মির্জা ফখরুল তার বক্তব্যের এক অংশে দাবি করেন, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে সভায় যুবদল নেতা গোলাম মাওলা শাহীনসহ ছাত্রদলের কয়েকজন প্রতিবাদ জানান। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে মঞ্চে উপস্থিত বিএনপি নেতারা তাদের শান্ত করেন।

উপস্থিত প্রত্যক্ষদর্শী কয়েকজন নেতাকর্মী বাংলা ট্রিবিউনকে জানান, সভায় মূল প্রতিবাদী গোলাম মাওলা শাহীন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অনুসারী। এ বিষয়ে জানতে চাইলে সোমবার সন্ধ্যায় গোলাম মাওলা শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহাসচিব যা বলেছেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।’

মির্জা ফখরুলের বক্তব্য বিষয়ে যুবদল, ছাত্রদলের বেশ কয়েকজন নেতার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। ডা. মুরাদ ছাত্রদল করতেন, এ তথ্যটি সামনে এনে মূলত কী বলতে চাইলেন বিএনপি মহাসচিব, এই প্রশ্নটি এখন তাদের। যদিও এ প্রসঙ্গে এখন কোনও বক্তব্য সরাসরি দিতে নারাজ তারা।

তাদের এই মনোভাব নিয়ে কথা হয় ছাত্রদলের আরও কয়েকজনের সঙ্গে। তাদের ভাষ্য, তথ্য প্রতিমন্ত্রী যেভাবে আওয়ামী লীগের ঘনিষ্ঠতার পরিচয় দিচ্ছিলেন, সে বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করতেই ‘ছাত্রদলের’ প্রসঙ্গটি সামনে আনেন মির্জা ফখরুল।

যুবদলের আরেক নেতা বাংলা ট্রিবিউনকে নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, ‘ছাত্রদলের কথা বলাতেই আমরা বিব্রত হই। মহাসচিব না জেনেই ভুল বলেছেন, আমরা এটার প্রতিবাদ করেছিলাম। বয়োজ্যেষ্ঠরা কখনও কখনও ভুল করেন, এটা সবাই জানেন।’

পরে এ সম্পর্কে বাংলা ট্রিবিউনের সঙ্গে সাবেক কয়েকজন ছাত্রদল নেতার কথা হয়। তারা জানান, ১৯৯৬-৯৮ সেশনে ছাত্রদলের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখার প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন ডা. মুরাদ। ৭১ সদস্যবিশিষ্ট ওই কমিটির সভাপতি ছিলেন ডা. মেহবুব কাদির।

সোমবার রাত পৌনে আটটার দিকে বাংলা ট্রিবিউনকে ডা. মেহবুব কাদির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডা. মুরাদ হাসান ১৯৯৩ সাল থেকে ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। সংগঠনে যারা স্লোগান দিতো, তাদের মধ্যে মুরাদ অন্যতম ছিল। ১৯৯৬ সালে যখন আমরা কমিটি করি, তখন সে প্রচার সম্পাদকের দায়িত্ব পায়। পরে ৯৬ সালের শেষ দিকে বা ৯৭ সালের শুরুতেই মুরাদ ছাত্রলীগে যোগ দেয়। কারণ, ওইসময় পুরো ময়মনসিংহ অঞ্চলেই ছাত্রদল-ছাত্রলীগ গোলমাল ছিল। ক্ষমতা থেকে দলের বিদায় হলে আমাদের হোস্টেল ছাড়া করে ছাত্রলীগ। ওইসময় আমরা মেডিক্যালে কোণঠাসা হয়ে পড়ি, তখন সে ছাত্রলীগে যোগ দেয়, পরে মেডিক্যাল সভাপতির দায়িত্ব পায়। নিজেদের গ্রুপে মারামারি করে মুরাদ হাসানের আঙুল কাটা পড়ে, পরে সার্জারি করে।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডা. মুরাদ হাসানের সংক্ষিপ্ত জীবনীর ‘রাজনৈতিক’ পর্বে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখার ‘কার্যকরী সদস্য’, ১৯৯৭ সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখার ‘সাংগঠনিক সম্পাদক’, ২০০০ সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখার ‘সভাপতি’, ২০০৩ সালে ৫ম কংগ্রেসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ‘কার্যকরী সদস্য’ নির্বাচিত হন।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া