X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মধ্য প্রদেশের স্কুলে বজরং দলের হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২১, ১২:২৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২:৩০

ধর্মান্তরিত করার অভিযোগ তুলে ভারতের মধ্য প্রদেশের একটি স্কুলে হামলা চালিয়েছে ডানপন্থী বজরং দলের কর্মীরা। সোমবার (৬ ডিসেম্বর) এই স্কুল ভবনে হামলার সময়ে তাদের সঙ্গে শত শত স্থানীয় বাসিন্দাও যোগ দেয়। ক্রিশ্চিয়ান মিশনারিদের পরিচালিত স্কুলটিতে হামলার সময়ে সেখানে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত পরীক্ষা চলছিলো।

বিদিশা জেলার গঞ্জ বাসোদা শহরের সেন্ট জোসেফ স্কুলের আট শিক্ষার্থীকে ধর্মান্তরিত করা হয়েছে-সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর সেখানে হামলা চালানো হয়। ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, স্কুল ভবনের বাইরে সমবেত বিপুল ভিড় স্কুল প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। পুলিশকে ভিড় সামাল দিতে দেখা যায়। হামলা শুরু হলে ঘটনাস্থলে উপস্থিত স্কুলের কর্মী ও শিক্ষার্থীরা অল্পের জন্য পালিয়ে রক্ষা পান।

স্কুল ভবনের কাঁচে পাথর ছোড়া হয়। ওই সময়ে পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের মনোযোগ নষ্ট হয়, আমরা চাই ফের পরীক্ষা নেওয়া হোক।’

স্কুলের ব্যবস্থাপক ব্রাদার অ্যান্টনি দাবি করেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তিনি আগের দিনই হামলার বিষয়ে তথ্য পান। এরপরই তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনকে সতর্ক করেন। তিনি অভিযোগ করেন পুলিশ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

ধর্মান্তরিত করার অভিযোগও অস্বীকার করেন ব্রাদার অ্যান্টনি। তিনি দাবি করেন, অভিযোগে যেসব শিক্ষার্থীর নাম রয়েছে তার সঙ্গে স্কুলের কোনও শিক্ষার্থীর নামের মিল নেই।

বজরং দলের স্থানীয় ইউনিটের নেতা নিলেশ আগারওয়াল ধর্মান্তরিত করার অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, ‘যদি স্কুলের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে এটি গুড়িয়ে দেওয়া উচিত।’

ঘটনার পর ওই এলাকার অন্য মিশনারি স্কুলগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাব-ডিভিশন ম্যাজিস্ট্রেট রোশান রায় বলেন, ধর্মান্তরিত করার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত