X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

যুব বিশ্বকাপ ও এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ২১:৫৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২২:৪২

আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপেও অংশ নেবে বাংলাদেশ। এশিয়া কাপ খেলেই ওয়েস্ট ইন্ডিজে চলে যাবে বিশ্বকাপ খেলতে। এই দুই টুর্নামেন্টের জন্য আজ ( মঙ্গলবার) রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন ২০২০ সালে শিরোপাজয়ী চার ক্রিকেটার। রাকিবুল হাসানের নেতৃত্বে এশিয়া কাপে অংশ নিতে ২০ ডিসেম্বর দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা।

গত বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা চার ক্রিকেটার হলেন- রাকিবুল, মেহরাব হাসান, প্রান্তিক নওরোজ নাবিল ও তানজিম হাসান সাকিব। অভিজ্ঞ রাকিবুলের কাঁধেই দেওয়া হয়েছে নেতৃত্বভার। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাবিলকে। যুব বিশ্বকাপ ও এশিয়া কাপের মূল স্কোয়াড ১৫ জনের। এর বাইরে দুজন অতিরিক্ত সফরসঙ্গী থাকবেন দলের সঙ্গে। তারা হচ্ছেন- আহোসান হাবিব লিওন ও জিসান আলম। আর স্ট্যান্ডবাই রাখা হয়েছে চারজনকে।

গত আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে শিরোপা ধরে রাখার মিশনে। এবারের বিশ্বকাপে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের গ্রুপের বাকি তিন দল- ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপের পর্দা উঠবে ১৪ জানুয়ারি। যেখানে রাকিবুলদের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপের বাকি দুই ম্যাচ ২০ ও ২২ জানুয়ারি যথাক্রমে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। প্রতিটি ম্যাচই হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। ১৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

এর আগে ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে যুব এশিয়া কাপ। প্রথম ম্যাচে শারজাতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে থাকা লাল-সবুজ জার্সিধারীদের পরের দুই প্রতিপক্ষ কুয়েত ও শ্রীলঙ্কা। এই ম্যাচ দুটিও শারজাতে।

দুবাইয়ে এশিয়া কাপের সেমিফাইনাল ৩০ ডিসেম্বর। আর ১ জানুয়ারি হবে ফাইনাল। পরদিনই বাংলাদেশের যুবারা ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করবে। ওখানে পৌঁছে চার দিনের কোয়ারেন্টিন শেষে নামবে অনুশীলনে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মূল স্কোয়াড: রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতিখার হোসেন ইফতি, মেহরাব হাসান, আইচ মোল্লা, আবদুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর রহমান, তানজিম হাসান সাকিব, নাঈমুর রহমান নয়ন।

অতিরিক্ত সফরসঙ্গী: আহোসান হাবিব লিওন, জিসান আলম।

স্ট্যান্ডবাই: মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ফেরদৌস, সাকিব শাহরিয়ার, গোলাম কিবরিয়া।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা