X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কবুতরে সয়লাব নাটোর, আয় হচ্ছে লাখ টাকাও

কামাল মৃধা, নাটোর
০৮ ডিসেম্বর ২০২১, ০৮:৫৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৮:৫৪

নাটোরকে এখন কবুতরের জেলা বললে ভুল হবে না। সম্প্রতি কবুতর-শুমারিতে এমনটাই দেখা গেলো। জেলার প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, নাটোরে এখন বাণিজ্যিকভাবেই পালন করা হচ্ছে ৫ লাখ ৭০ হাজার কবুতর।

নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, জেলায় কবুতরের ২৫০-৩০০টি বাণিজ্যিক খামার রয়েছে। এগুলোতে পালন করা হচ্ছে নানা ফ্যান্সি জাতের কবুতর। এর মধ্যে আছে লাহোর সিরাজি, বোম্বাই, বিউটি হোমা, মুক্ষি, কোকা, গিরিবাজ, তুরিবাজ ও কিংসহ আরও অনেক জাত।

গোলাম মোস্তফা বলেন, এসব জাতের কবুতরের বাচ্চার বয়স ৪৫ দিন হলেই দাম হাজার টাকা ছাড়িয়ে যায়।

তিনি আরও জানান, এর বাইরে নাটোরে প্রায় সাড়ে তিন হাজার খামারি আছে বলে আমরা জানি। এগুলোতেও প্রায় দুই লাখ কবুতর রয়েছে। খামারিরা কবুতর পালন করে নিজ পরিবারে যেমন প্রোটিনের চাহিদা মেটাচ্ছেন তেমনি বিক্রি করে লাভবানও হচ্ছেন।

সরেজমিনে নাটোর জেলার সিংড়া উপজেলার আদিমপুর গ্রামের আবু সাইদের বাড়িতে দেখা যায় কবুতরের সুবিশাল খামার। সত্তর বছর বয়সী সাইদ জানান, পাঁচ বছর আগে তিনি শখের বসে কবুতর পালন শুরু করেন। এখন তার খামার পুরোপুরি বাণিজ্যিক।

২০১৬ সালের ডিসেম্বরে ২৩ হাজার টাকায় ১০ জোড়া কবুতর দিয়ে খামার শুরু করেন সাইদ। এখন তার খামারে সাড়ে তিনশ’ জোড়া কবুতর। খরচ বাদ দিয়ে মাসে প্রায় এক লাখ টাকা।

তিনি আরও বলেন, তার খামারে রয়েছে ৩০ প্রজাতির কবুতর। এরমধ্যে আছে ইন্ডিয়ান ফানটেইল, লাহোরি কালো, হলুদ, তুরিবাজ লাল, আলমন্ড, ইন্ডিয়ান লোটন, দেশি লোটন, বাশিরাজ কোকা, রেসার হোমা, গিরিবাজ, লাল, হলুদ বোম্বাই, আমেরিকান শো কিং, কালদম, মুক্ষি, ঝরনা শাটিন, সুয়া চন্দন। খামারে দুজন শ্রমিককে চাকরিও দিয়েছেন।

সাইদ বলেন, বসতভিটায় ৮৪ ফুট বাই ১৯ ফুট চওড়া খামার তার। পাশাপাশি ১৯ বিঘা জমিতে চাষাবাদও করছেন। পাঁচটি পুকুরে চলছে মাছচাষও।

তিনি আরও বলেন, খামার থেকেই কবুতর কিনে যায় ক্রেতারা। এ ছাড়া ঢাকা, গাজীপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ থেকেও ব্যবসায়ীরা এসে তার কবুতর নিয়ে যান।

 

/এফএ/

/এফএ/এফআর/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!